bcci-Vikramjit Singh gabbar-now-hit-century-for-netherland

২০২৩ সালে একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট দর্শকদের বেশ উত্তেজিত করে তুলছে। আর এই বছরেই ক্রিকেট বিশ্বের সবথেকে বড় টুর্নামেন্ট অর্থাৎ বিশ্বকাপ (WC 2023) আয়োজিত হতে চলেছে এবং ভারতের মাটিতেই বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় বোর্ড বা বিসিসিআইকে (BCCI)। আসলে বিসিসিআইয়ের নেওয়া সিদ্ধান্তের উপর অখুশি ভক্তগণ, এদের মধ্যে সবথেকে বড় কারণ হলো শিখর ধাওয়ানকে (Sikhar Dhawan) সুযোগ না দেওয়া। ভারতীয় দলের অভিজ্ঞ বামহাতি ব্যাটসম্যান হলেন ধাওয়ান, তার পারফরমেন্স বিগত কয়েক মাসে ভালো না হলেও তার মতন প্লেয়ার কে আইসিসি টুর্নামেন্টের বাইরে করা একটি ভাবনার বিষয়। ভক্তদের কাছে তিনি ‘গব্বর’ নামে পরিচিত আর এই গব্বর করলেন এক কামাল।

Read More: টিম ইন্ডিয়াতে সুযোগ না পেয়ে ভারত ছাড়লেন গব্বর, নেদারল্যান্ডস থেকে সেঞ্চুরি হাঁকিয়ে BCCI’এর মুখে মারলেন চড় !!

শতরান হাঁকালেন গব্বর

Vikramjeet Singh, bcci
Vikramjit Singh | Image: Twitter

তবে অন্যদিকে আর এক গব্বরের কথা বলতে গেলে বলতে হয় বর্তমানে চলতে থাকা বিশ্বকাপ কোয়ালিফায়ার এর কথা যেখানে নেদারল্যান্ড এবং দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। টস জিতে ওমান দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি আম্পায়াররা ৪৮ ওভারের খেলার কথা ঘোষণা করেন। প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে নেদারল্যান্ডস দল তাদের ওপেনারদের দুর্দান্ত শুরু করে। দুজনেই ২২ ওভারে প্রথম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন। পাশাপাশি, নেদারল্যান্ডস দল প্রথমে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ৩৬২ রান করে। দলের হয়ে তার বিক্রমজিৎ সিং (Vikramjit Singh) অর্থাৎ গব্বর ১১০ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বিক্রমজিৎ সিং করলেন কামাল

টিম ইন্ডিয়াতে সুযোগ না পেয়ে ভারত ছাড়লেন গব্বর, নেদারল্যান্ডস থেকে সেঞ্চুরি হাঁকিয়ে BCCI'এর মুখে মারলেন চড় !! 1
Netherlands Vikramjit Singh plays a shot during the second one-day international (ODI) cricket match between New Zealand and Netherlands at Seddon Park in Hamilton on April 2, 2022. (Photo by DAVID ROWLAND / AFP)

বিক্রমজিৎ সিং তার ইনিংসে ১১ টি চার ও ২ টি ছক্কা মারেন। তিনি ছাড়াও ওয়েসলি বেরেসিও ৬৫ বলে ৯৭ রান করেন। ওমানের দলকে জিততে হলে করতে হবে ৩৬৩ রান। যদি নেদারল্যান্ডস এই ম্যাচ সহজেই জিতে একধাপ এগিয়ে গেল। অন্যদিকে, টিম ইন্ডিয়ার গব্বরের কথা বলতে গেলে, বয়স বাড়ার সাথে সাথে দল থেকে আস্তে আস্তে বিদায়ের পথে শিখর ধাওয়ান। ভারতের এই তারকা ওপেনার দীর্ঘদিন ধরেই খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। ব্যাট হাতে ব্যার্থ ধাওয়ান, সুযোগ পাচ্ছেন না জাতীয় দলেও, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পান না শিখর ধাওয়ান। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরেও (WI vs IND) জায়গা পাননি ধাওয়ান। ভারতের জার্সিতে ৩৪ টেস্ট ম্যাচে ২৩১৫ রান, ১৬৭ ওয়ানডেতে ৬৭৯৩ রান এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন।

Read Also: WC 2023: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, গুরু দ্বায়িত্ব হাতে দলে ফিরলেন MS ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *