আগামী বছর একদিনের বিশ্বকাপে (ODI WC 2027) ভারতীয় দল শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করেছে। ফলে নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে চলতি ওডিআই সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে শুভমান গিলরা (Shubman Gill)। আজ বরোদায় প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্লু ব্রিগেডরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং আক্রমণ চাপের মুখে দাঁড়িয়ে লড়াই চালায়। সব মিলিয়ে এই ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে বিতর্ক এই ম্যাচেও প্রভাব ফেলেছে।এই ম্যাচের আম্পায়ার একজন বাংলাদেশি হওয়ায় কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
Read More: অনুষ্কা নয় ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে কোহলি, ভাইরাল ‘ছবি’ ঘিরে তোলপাড় !!
ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার-

বর্তমান সময়ে বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমালোচনার মুখে পড়েছে। ভারত বিদ্বেষী মন্তব্যও উঠে আসছে এই দেশের উচ্চপদস্থ প্রশাসনিক পদ থেকে। ফলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) মিনি নিলামে দলে নেওয়ায় বিতর্কের ঝড় উঠে। ক্ষোভের মুখে পড়েন শাহরুখ খানও (Sharuk Khan)। এর ফলে শেষ পর্যন্ত বিসিসিআই (BCCI) এই তারকা পেসারকে সরিয়ে দেওয়ার জন্য নাইট বাহিনীদের নির্দেশ দেয়।
এই আবহে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের ম্যাচ এক বাংলাদেশি আম্পায়ারকে পরিচালনা করতে দেখা যাচ্ছে। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা সৈকত (Sharfuddoula Saikat)। মুস্তাফিজুরকে নিষিদ্ধ করা হলে কেন তিনি এই ম্যাচ পরিচলনার সুযোগ পেলেন তা নিয়ে নেটিজেনরা রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। শরফুদ্দৌলা আগে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্নিকোমিটারে প্রমাণ না পাওয়া গেলেও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) আউট দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন।
ফলে আজ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন সমর্থকরা। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “বিসিসিআই (BCCI) এখন কেন চুপ করে আছে। তাদের লজ্জা পাওয়া উচিত।” “মুস্তাফিজুরের বেলায় এত আন্দোলন হয়েছিল এখন কেন বয়কটের আওয়াজ উঠছে না?” বলেও প্রশ্ন তুলছেন অনেকে। “এখন বাংলাদেশ নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে না কেন?” বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন সেই ট্যুইট চিত্র-