bcci-to-print-pakistan-on-ct-2025-kits

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির কূটনৈতিক যুদ্ধে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ২০২৫-এর টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে পাকিস্তান। ক্রিকেটারদের নিরাপত্তা প্রদান সম্ভব নয় পড়শি দেশের পক্ষে, যুক্তি সাজিয়ে আগেই আইসিসি’র দ্বারস্থ হয়েছিলো বিসিসিআই। হাইব্রিড মডেলের পক্ষে সওয়াল করেছিলো তারা। দীর্ঘ দড়ি-টানাটানির পর শেষমেশ শর্তসাপেক্ষে তাতে রাজী হয়েছে পিসিবি। লাহোর, করাচী বা রাওয়ালপিন্ডি নয়, টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচগুলি সরে গিয়েছে দুবাইতে। নক-আউটে পর্বে উঠলেও মধ্যপ্রাচ্যেই খেলবেন রোহিত-কোহলি’রা (Virat Kohli)। ভেন্যু সমস্যা মেটায় দিনকয়েকের জন্য হাঁফ ছেড়ে বেঁচেছিলেন আয়োজকরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে জার্সি নিয়ে ফের শুরু হয়েছে চাপান-উতোর।

Read More: টি-২০তে চোখধাঁধানো পরিসংখ্যান সূর্যকুমারের, বিরাট-ধোনি’দের পিছনে ফেললেন ‘ক্যাপ্টেন স্কাই’ !!

জার্সিতে ‘পাকিস্তান’ লিখছে BCCI-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে আগাগোড়াই অসহযোগিতার অভিযোগ করে এসেছেন পাকিস্তান ক্রিকেট নিয়ামক সংস্থার কর্তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে ওয়াঘা সীমান্ত না পেরোনোর কথা আগেই ঘোষণা করেছিলো বিসিসিআই। অধিনায়কদের বিশেষ ফোটোশ্যুট বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রোহিত শর্মা’র (Rohit Sharma) পাক সফরেও নিষেধাজ্ঞা জারি করেছে তারা। সম্প্রতি ভারতীয় সংবাদসংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাম না প্রকাশের শর্তে এক পিসিবি কর্তা জানান যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জার্সিতে টুর্নামেন্টের লোগোর পাশাপাশি আয়োজক হিসেবে পাকিস্তানের নাম লিখতেও নাকি অস্বীকার করেছে ভারতীয় বোর্ড। “ক্রিকেটের সাথে রাজনীতি মিশিয়ে ফেলছে বিসিসিআই। যা খেলার জন্য ভালো বিজ্ঞাপন নয়,” আঙুল তুলেছিলেন তিনি।

জার্সি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিলো ক্রিকেটদুনিয়ায়। আদৌ এমন কাণ্ড ঘটানোর অধিকার বিসিসিআই-এর রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে যে আইসিসি’ও নাকি হস্তক্ষেপ করেছে সমস্যা মেটাতে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশ নিতে হলে আয়োজক দেশের নাম জার্সিতে লিখতেই হবে ভারতীয় বোর্ড’কে। যাবতীয় জল্পনাতে অবশ্য জল ঢেলেছেন বিসিসিআই-এর নবনিযুক্ত সচিব দেবজিৎ সইকিয়া (Devajit Saikia। তিনি জানান, “আইসিসি’র জার্সি সংক্রান্ত সকল নিয়মনীতিই ভারত পালন করে চলবে।” অর্থাৎ টুর্নামেন্টের লোগোর সাথে কোহলি-রোহিতদের (Rohit Sharma) জার্সিতে যে ‘পাকিস্তান’ শব্দটি লেখা থাকবে তা স্পষ্ট করেছেন জয় শাহের উত্তরসূরি।

গ্রুপ-এ’তে রয়েছে টিম ইন্ডিয়া-

Champions Trophy | Image: Getty Images
Champions Trophy | Image: Getty Images

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। তাদের প্রথম ম্যাচটি ২০ তারিখ দুবাইয়ের মাঠে। প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ শেষ পাঁচ সাক্ষাতে চার বার জিতেছেন রোহিত-কোহলিরা। মধ্যপ্রাচ্যেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তাঁরা। এই মেগা ম্যাচ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। শেষ ম্যাচটি রয়েছে ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। মোট আটটি দল অংশ নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। দুই গ্রুপের সেরা দুই দল শেষ চারের ছাড়পত্র পাবে। ভারতের ম্যাচ থাকতে পারে ৪ তারিখ। ৯ মার্চ আয়োজিত হতে চলেছে খেতাবী যুদ্ধ। ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইতে। না হলে ম্যাচটি আয়োজিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

CT 2025-এ ভারতের সম্ভাব্য রোডম্যাপ-

     তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (IST)
২০/০২/২০২৫ বাংলাদেশ দুবাই দুপুর ২:৩০
২৩/০২/২০২৫ পাকিস্তান দুবাই দুপুর ২:৩০
০২/০৩/২০২৫ নিউজিল্যান্ড দুবাই দুপুর ২:৩০
০৪/০৩/২০২৫ সেমিফাইনাল* দুবাই দুপুর ২:৩০
০৯/০৩/২০২৫ ফাইনাল* দুবাই দুপুর ২:৩০

*যোগ্যতা অর্জন করতে পারলে।

Also Read: CT 2025: “খেতাবের দাবীদার ভারত…” চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের, চিন্তিত নন তারকাদের অফ ফর্ম নিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *