জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আইপিএলের ফাইনালে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবে বিসিসিআই, শুরু প্রস্তুতি !! 1

IPL 2025: আইপিএলে এখন আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি। বিসিসিআই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিল। একাধিক স্টেডিয়ামে আইপিএল ম্যাচে বলিউড অভিনেতা-অভিনেত্রীর সহ গায়কদের পারফর্ম করতে দেখা গেছে। তবে এই বছর টুর্নামেন্ট চলাকালীন ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। মাঝ পথে স্থগিত করে দেওয়া হয় ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি হ‌ওয়ার পর পুনরায় এই বছরে আইপিএল (IPL 2025) শুরু হয়েছে। এবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয় সেনাবাহিনীদের শ্রাদ্ধ জানাতে চলছে বিসিসিআই (BCCI)।

Read More: “মোল্লার দৌড় মসজিদ,..”, সেমিফাইনালের আগেই এই বছর আইপিএলের যাত্রা শেষ করবে RCB, দলের ফর্ম দিচ্ছে ইঙ্গিত !!

সেনাবাহিনীদের শ্রদ্ধা জানাবে বিসিসিআই-

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আইপিএলের ফাইনালে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবে বিসিসিআই, শুরু প্রস্তুতি !! 2
Devajit Saikia | Images: Getty Images

সম্প্রতি কাশ্মীরে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে জঙ্গিরা। এই নৃশংস হত্যাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়। ভারতীয় সেনাবাহিনী প্রত্যুত্তরে পাকিস্তানের মধ্যে একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। ভারতীয় সেনাবাহিনীদের দক্ষতায় কোণঠাসা হয়ে যায় পাকিস্তান। এবার এই বীর সেনাদের সম্মান জানাতে চলেছে বিসিসিআই (BCCI)। উল্লেখ্য নতুন ক্রীড়াসূচি অনুযায়ী এই বছর আইপিএলে (IPL 2025) একাধিক পরিবর্তন ঘটেছে। ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ মহারণ ৩ জুন অনুষ্ঠিত হবে। আইপিএলের (IPL 2025) ফাইনালে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করছেন কর্মকর্তারা। ‌এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রতিরক্ষার প্রধান, সেনাবাহিনীর প্রধান সহ নৌবাহিনী ও বায়ু সেনার প্রধান উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানে সামরিক ব্যান্ডের পরিবেশনাও থাকতে চলেছে। বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বলেন, “বোর্ড ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং নিঃস্বার্থ সেবাকে কুর্নিশ জানায়। যাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টা অপারেশন সিঁন্দুরের অধীনে দেশকে রক্ষা এবং অনুপ্রাণিত করে চলেছে। শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।”

জমে উঠতে চলেছে প্লে অফ-

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, আইপিএলের ফাইনালে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাবে বিসিসিআই, শুরু প্রস্তুতি !! 3
PBKS vs MI | Images: Getty Images

মঙ্গলবার এই বছর আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টস (LSG) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচে জয় তুলে নিলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে শেষ করবে বেঙ্গালুরু। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ১৩ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে রজত পাটিদারের (Rajat Patidar) দল। অন্যদিকে ইতিমধ্যেই পাঞ্জাব কিংস (PBKS) শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। দলের হয়ে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার আত্মবিশ্বাস ফিরে এনেছেন। এছাড়াও এই বছর আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। শেষ দুই ম্যাচে হারলেও ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় পেয়েছে শুভমান গিলের (Shubman Gill) দল। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স‌ও (MI) এগিয়ে চলেছে। ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে পরপর ৭ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় মুম্বাই। প্লে অফের হার্দিক পান্ডিয়া‌ও চমক দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: IPL 2026’এ CSK দলে যোগ দিচ্ছেন সুরেশ রায়না, তুলে নিচ্ছেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *