বিসিসিআই প্রায় করল নিশ্চিত, রাহুল দ্রাবিড় হতে পারেন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ 1

প্রাক্তন ভারতীয় সিনিয়র খেলোয়াড় রাহুল দ্রাবিড়কে অবসরের পর ভারতীয় দলের হয়ে প্রত্যেক স্তরে বেশকিছু ভূমিকায় দখা গিয়েছে। এই ব্যাপারে এখন তিনি ভারতীয় দলের হয়ে আরও একটি দায়িত্ব পালনের জন্য প্রস্ত্যত। যা প্রায় নিশ্চিত বিসিসিআই করে ফেলেছে। জানিয়ে দিই যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে খেলা হবে। এই ব্যাপারে এটা খবর যে প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের সঙ্গে নতুন ভূমিকায় দেখা যাবে।

রাহুল দ্রাবিড় হতে পারেন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ

বিসিসিআই প্রায় করল নিশ্চিত, রাহুল দ্রাবিড় হতে পারেন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ 2

আসলে বিসিসিআইয়ের সূত্র মারফত এটাই খবর যে বোর্ড প্রায় এই বিষয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে যে প্রাক্তন ভারত অধিনায়ক আর তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যুক্ত হতে পারেন। যার বড়ো কারণ এটাই যে রবি শাস্ত্রীর কোচিংয়ে সিনিয়র দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ৫টি টেস্ট ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ড সফরে থাকবে। এটা মাত্র দ্বিতীয়বার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারতীয় দল এক সঙ্গে টি দেশের সফরে আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে।

ইংল্যান্ড সফরের জন্য সিনিয়র দল ঘোষণা করে ফেলেছে বিসিসিআই

বিসিসিআই প্রায় করল নিশ্চিত, রাহুল দ্রাবিড় হতে পারেন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ 3

বিসিসিআই ইংল্যান্ড সফরের জন্য কোভিড প্রটোকলস আর বায়ো বাবলের পরিস্থিতিকে মাথায় রেখে একটি বড়ো দল ঘোষণা করেছে, যার নেতৃত্ব সিনিয়র দলের অধিনায়ক বিরাট কোহলির হাতে থাকবে। তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা বাকি রয়েছে। এই দিক দিয়ে বিসিসিআই ক্রিকেট সমর্থকদের মনে এই আশা জাগিয়েছে যে রাহুল দ্রাবিড় শ্রীলঙ্কা সফরে যাওয়া তরুণ ভারতীয় দলের জন্য হেড কোচের ভূমিকা পালন করতে পারেন। তবে এর এখনও অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থক এবং এক্সপার্টরা।

এর আগে দুর্দান্ত থেকেছে রাহুল দ্রাবিড়ের কোচিং অভিজ্ঞতা

বিসিসিআই প্রায় করল নিশ্চিত, রাহুল দ্রাবিড় হতে পারেন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ 4

প্রসঙ্গত পুরো বিশ্বকে নিজের ব্যাটিংয়ের ফ্যান বানিয়ে ফেলা রাহুল দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে এর আগেও ০১৪য় ইংল্যান্ড সফরে ব্যাটিং কোচের ভূমিকা পালন করেছেন। সেই সময় তার তত্ত্বাবধানেই বিরাট কোহলি, রাহানে আর মুরলী বিজয়ের মতো বাটসম্যানরা ব্যাটিংয়ের মন্ত্র শিখেছিলেন। এছাড়াও অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের অভিজ্ঞতা ভীষণই ভালো থেকেছে। তার কোচিংয়ে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল ২০১৬য় বিশ্বকাপের রানার্সআপ ছিল তো অন্যদিকে তার কোচিংয়ের তারা ২০১৮য় খেতাবও জিতেছিল। তবে তখন সমর্থকরা বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করার অফিসিয়াল ঘোষণার অপেক্ষা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *