রদবদল টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটিতে। মেয়াদ ফুরোচ্ছে দক্ষিণাঞ্চলের এস শরথ ও সেন্ট্রাল জোনের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের। দিনকয়েকের মধ্যেই সরে দাঁড়াবেন তাঁরা। গত মাসেই তাঁদের উত্তরসূরির জন্য খোঁজ শুরু করেছিলো বিসিসিআই (BCCI)। আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। আবেদনকারীকে অন্তত সাতটি টেস্ট অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ কিংবা ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে থাকতে হবে-মানদণ্ড নির্দিষ্ট করে দিয়েছিলো তারা। গত এক মাসে বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছে বোর্ডের (BCCI) ঘরে। শীঘ্রই তার মধ্যে থেকে দু’জনের নাম চূড়ান্ত করা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে নির্বাচকমণ্ডলীতে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) ও আর পি সিং (RP Singh)।
Read More: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!
নয়া দায়িত্বে প্রজ্ঞান ও আর পি-

বিজ্ঞপ্তি জারি করার পর যে প্রতিক্রিয়া আশা করেছিলো বিসিসিআই (BCCI), তা মেলে নি বলেই খবর সূত্র মারফত। আগ্রহ দেখান নি ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখেরা। নির্বাচক হতে চেয়ে আবেদন করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার প্রবীন কুমার (Praveen Kumar), উত্তরপ্রদেশের প্রাক্তনী আশিষ উইন্সটন জাইদি ও হিমাচল প্রদেশের শক্তি সিং (Shakti Singh)। কিন্তু কর্তাদের ভোট পাচ্ছেন প্রজ্ঞান (Pragyan Ojha) ও আর পি’ই (RP Singh)। দেশের হয়ে ২৪টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ ও ৬টি টি-২০ খেলেছেন প্রজ্ঞান ওঝা। হায়দ্রাবাদ, বাংলা ও বিহারের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটও। পক্ষান্তরে আর পি সিং ভারতের প্রতিনিধিত্ব করেছেন ১৪টি টেস্ট, ৫৮টি একদিনের ম্যাচ ও ১০টি একদিনের ম্যাচে। নির্বাচক হওয়ার জন্য যে মানদণ্ড রেখেছিলো বিসিসিআই (BCCI), তা পূরণ করছেন দু’জনেই।
দক্ষিণাঞ্চল থেকে পরবর্তী জাতীয় নির্বাচক হতে পারেন প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। সেন্ট্রাল জোন থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেতে পারেন আর পি সিং (RP Singh)। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআই-এর (BCCI) বার্ষিক সাধারণ সভা। তার আগেই অশোক মালহোত্র, যতীন পরাঞ্জাপে ও সুলক্ষণা নায়েকের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) আনুষ্ঠানিক ভাবে তাঁদের নাম জানাতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান নির্বাচক কমিটির বাকি তিন সদস্য অজিত আগরকার (চেয়ারম্যান/পশ্চিমাঞ্চল), শিবসুন্দর দাস (পূর্বাঞ্চল) ও অজয় রাত্রা (উত্তরাঞ্চল) বহাল থাকছেন নিজেদের পদে। আগামী মাস থেকে দায়িত্ব পালন করবে নয়া নির্বাচকমণ্ডলী। তাদের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ হতে পারে আসন্ন অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) দল নির্বাচন।
জুনিয়র দলের দায়িত্বে শরথ-

সিনিয়র দলের নির্বাচক কমিটি ছেড়ে ভারতীয় জুনিয়র দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এস শরথ (S Sharath)। তিলক নাইডু’র ছেড়ে যাওয়া আসনে বসবেন তিনি। পশ্চিমাঞ্চল থেকে পথিক প্যাটেল, পূর্বাঞ্চল থেকে রণদেব বোস (Ranadeb Bose), উত্তরাঞ্চল থেকে কিষণ মোহন ও সেন্ট্রাল জোন থেকে হরবিন্দর সিং সোধিও রয়েছেন জুনিয়র দলের নির্বাচক কমিটিতে। দিনকয়েকের মধ্যেই শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। আপাতত নারী দলের নির্বাচক কমিটিতে কোনো রকম রদবদল করছে না বিসিসিআই (BCCI)। শীর্ষপদে থাকছেন আইসিসি’র ‘হল অফ ফেম’-এ জায়গা করে নেওয়া নীতু ডেভিড (Neetu David)। এছাড়া আরতি বৈদ্য, রেণু মার্গারেট, ভেঙ্কচার কল্পনা ও শ্যামা শ’ও বহাল থাকছেন পদে।