আগামী মাসের শেষ থেকেই এশিয়া কাপের (Asia Cup 2023) বসতে চলেছে আসর। আর এই এশিয়া কাপকেই কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা বিশৃঙ্খলা। বিগত ৮-৯ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। তার জেরেই শেষমেশ পাকিস্তানকে বড় ধাক্কা দিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২৩-এর বহুল আলোচিত ম্যাচটি পাকিস্তানে নয় বরং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। কারণ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তানে যাবে না। বুধবার বিসিসিআই কর্মকর্তা এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল (Arun Dhumal) একটি বড় ঘোষণা করার সময় এটি পরিষ্কার করেছেন।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপে জায়গা হবে না হার্দিক পান্ডিয়ার, এই খেলোয়াড় হবেন রোহিত শর্মার ডেপুটি !!
পাকিস্তানের উপর চড়াও হলো BCCI
হঠাৎ করেই পাকিস্তানকে বড় ধাক্কা দিল বিসিসিআই। আসলে, বিসিসিআই কর্মকর্তা এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বর্তমানে আইসিসি প্রধান নির্বাহীদের বৈঠকে ডারবানে রয়েছেন। যেখানে, অরুণ ধুমাল স্পষ্ট করেছেন যে বিসিসিআই সচিব জয় শাহ এবং পিসিবি প্রধান জাকা আশরাফ এশিয়া কাপের সময়সূচী চূড়ান্ত করার জন্য বৃহস্পতিবার আইসিসি বোর্ড সভার আগে একটি বৈঠক করেছেন। অরুণ ধুমাল মন্তব্য করে বলেছেন, “আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সাথে দেখা করেছেন এবং এশিয়া কাপের সময়সূচী চূড়ান্ত হয়েছে। আগে যা ঠিক হয়েছিল সেটাই হবে, পাকিস্তানে লিগ পর্বের চারটি ম্যাচ হবে এবং শ্রীলঙ্কায় নয়টি ম্যাচ হবে। এর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচ। দুই দল ফাইনাল খেললে সেটাও হবে শ্রীলঙ্কায়।“
পাকিস্তান যাচ্ছে না ভারত
ভারতীয় দল পাকিস্তানে যাবে বলে পাকিস্তানি মিডিয়ায় যে জল্পনা সামনে এসেছিল তা সত্যি হলো না। ভারতীয় দল যাবে না পাকিস্তানে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে ওডিআই ফরম্যাটে। জানা গেছে, শ্রীলঙ্কার ডাম্বুলায় দুই দলের এই সব ম্যাচ খেলা হতে পারে। এবিষয়ে মন্তব্য করে ধুমল বললেন, “এমন কিছু হয়নি। ভারতীয় দল বা আমাদের সচিব কেউই পাকিস্তানে যাবে না। শুধু কর্মসূচি ঠিক করা হয়েছে। শ্রীলঙ্কার বিখ্যাত ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে খেলতে পারে ভারতীয় দল।” নিজেদের মাটিতে পাকিস্তানের একমাত্র ঘরের ম্যাচ হবে নেপালের বিপক্ষে। এগুলি ছাড়াও পাকিস্তানের আফগানিস্তান বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ হবে।