এই দুই খেলোয়াড়কে নিয়ে বেড়েছে বিসিসিআইয়ের মাথাব্যাথা, স্কোয়াড প্রকাশ্যে হচ্ছে দেরি !! 1

অবশেষে আজ কিছু সময় বাদেই প্রকাশ্যে আসতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (IND vs ENG) ওডিআই স্কোয়াড এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) স্কোয়াড। ভারতীয় দল ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনীতে তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের কাছে সবথেকে বড় মুহূর্ত ছিল ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দল। এরপর ২০১৭ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে পরাস্ত হতে হয়েছিল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানের মাটিতে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ করার কথা। আজ ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিসিসিআই মুখ্য নির্বাচক অজিত আগারকার একসাথে সাংবাদিক সম্মেলনীতে একসাথে আজ স্কোয়াড প্রকাশের কথা ছিল।

জয়সওয়ালের নির্বাচন নিয়ে শুরু হলো বচসা

Yashasvi Jaiswal, ind vs sl,champions trophy 2025
Yashasvi Jaiswal | Image: Getty Images

যদিও স্কোয়াড প্রকাশ্যে হচ্ছে বিলম্ব। সূত্রের খবর দুই খেলোয়াড়কে নিয়ে হচ্ছে নির্বাচক ও ক্যাপ্টেনদের ঝামেলা। আসলে, রোহিত শর্মা এবং অজিত আগরকার এখনও স্কোয়াড নির্বাচনের জন্য বৈঠকে থাকায় ঘোষণাটি বিলম্বিত হচ্ছে। জানা গিয়েছে, ক্যাপ্টেন রোহিত শর্মা তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ব্যাকআপ ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দলে চাইছেন। অন্যদিকে প্রধান নির্বাচক অজিত আগারকার ভারতীয় দলের ব্যাক আপ ওপেনার হিসাবে দলে চাইছেন ঋতুরাজ গাইকোয়ার্ডকে (Ruturaj Gaikwad)। ভারতীয় দলের তারকা খেলোয়াড় জয়সওয়াল এখনও ওডিআই ফরম্যাটে অভিষেক করেননি। যেখানে ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটে খেলে ফেলেছেন ঋতুরাজ। ক্যাপ্টেন রোহিতের মতে, এখন ভারতীয় দলের হয়ে সব থেকে ভালো ফর্ম দেখাচ্ছেন তরুণ তারকা জয়সওয়াল। তবে, ভারতীয় নির্বাচকদের নজরে রয়েছেন ঋতুরাজ। সূত্রের খবর, আগামী দিনের ভারতীয় অধিনায়ক হিসেবে ঋতুরাজ বেশ অনেকাংশে এগিয়ে রয়েছেন।

সঞ্জু-পন্থের মধ্যে একজন পাবেন সুযোগ

T20 world cup 2024
Sanju Samson and Rishabh Pant | Image: Getty Images

ঋতুরাজ চলতি বিজয় হাজারে ট্রফিতে ছন্দ হারিয়েছেন। ৯ ম্যাচে তিনি ৩২.৩৩ গড়ে ১৯৪ রান বানিয়েছেন যেখানে তার সর্বোচ্চ স্কোর হলো ১৪৮। তার পারফরম্যান্স পছন্দ নয় রোহিতের। তবে, অন্যদিকে নির্বাচকদের সঙ্গে জয়সওয়ালকে দলে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছেন। জানা গিয়েছে, জয়সওয়াল ও ঋতুরাজের পাশাপশি নির্বাচকরা সঞ্জু স্যামসনের (Sanju Samson) নির্বাচন নিয়েও ভাবছে। আসলে, ২০২৪ সালে বেশ দারুন ছন্দে ব্যাটিং করেছেন সঞ্জু, ভারতের জার্সিতে শেষ ৫ ইনিংসে তিনি ৩ বার শতরান হাঁকিয়েছেন। ব্যাকআপ উইকেট কিপার হিসাবে রোহিত সঞ্জুকে চাইলেও নির্বাচকরা মিডিল অর্ডারে ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখতে চাইছেন। যে কারণে, আজকের মিটিংয়ের এখনও মীমাংসা হয়নি। পন্থ অস্ট্রেলিয়া সফরে তার  সেরা ছন্দে ছিলেন না, যেখানে সঞ্জু এখন রুদ্ধশ্বাস ব্যাটিং করছেন। তাই দল নির্বাচন নিয়ে ক্যাপ্টেন ও প্রধান নির্বাচকের মধ্যে দীর্ঘ সময় ধরে শলাপরামর্শ চলছে।

Read Also: Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বেকায়দায় দল, জেল হলো বিশ্বকাপ জয়ী অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *