কাশ্মীরে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় এখন গোটা ভারতবর্ষ রাগে ফুঁসছে বলা যায়। ২৬ জন নিরহ মানুষকে হত্যার প্রতিবাদে সরব হয়েছে প্রতিটি মহল। এর মধ্যেই এই মর্মান্তিক ঘন্টার পিছনে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে খবর সামনে এসেছে। ফলে রাজনৈতিক উত্তেজনা দুই দেশের ক্রিকেটের মধ্যে আবারও প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারত আর পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না বলে বিসিসিআই (BCCI) আইসিসিকে (ICC) জানিয়েছে ইতিমধ্যেই এমন খবর আলোচনায় উঠে এসেছে। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: “মাত্র তিন মাস থাকলে…” একমাত্র যুবরাজই পারেন অর্জুনকে বদলে দিতে, জানিয়ে দিলেন যোগরাজ সিং !!
বিপাকে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ-

পেহেলগামে হামলার ঘটনার পর খবর সামনে আসে যে বিসিসিআই আইসিসিকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে এক গ্ৰুপে রাখা না হয়। বিসিসিআই (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) জানান যে বোর্ড সরকারের পরামর্শ অনুযায়ী চলবে। এরপরেই মনে করা হয়েছিল যে আন্তর্জাতিক মঞ্চে আর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচ দেখতে পাওয়া যাবে না। তবে এবার বিসিসিআইয়ের (BCCI) এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য সামনে এসেছে। তিনি জানান এইরকম কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। উল্লেখ্য আসন্ন সময় বড়ো আইসিসি (ICC) টুর্নামেন্টে নেই। তবে এই বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারতে মাটিতে অনুষ্ঠিত হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ (Women’s World Cup 2025)। এই টুর্নামেন্টের জন্য পাকিস্তান যোগ্যতা অর্জন করেছে। উল্লেখ্য এই বিশ্বকাপে কোনো গ্ৰুপ পর্ব থাকছে না। রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। অন্যদিকে মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল ভারতে ভ্রমণ করবে না। ফলে তাদের ম্যাচগুলিকে বিসিসিআইকে নিরপেক্ষ ভ্যেনুতে আয়োজন করতে হবে।
নিরপেক্ষ ভ্যেনুতে হবে এশিয়া কাপ-

মহিলাদের একদিনের বিশ্বকাপের আগে পুরুষদের এশিয়া কাপ (Asia Cup 2025) অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান আয়োজক বিসিসিআই (BCCI)। পাকিস্তান এবং ভারতের (IND vs PAK) মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় এই বছর এশিয়া কাপ এই দুই দেশের বাইরে নিরপেক্ষ ভ্যেনুতে অনুষ্ঠিত হবে। কিন্তু শ্রীলঙ্কা না আরব আমিরাতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে তা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে প্রতিটি এশিয়া কাপে (Asia Cup 2025) অন্তত দুটি করে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC)। তারা ইতিমধ্যেই আসন্ন চার মরসুমের জন্য ১৭০ মিলিয়ন ডলার মিডিয়া স্বত্ব বিক্রি করছে।