bcci-summons-vaibhav-to-bengaluru-nca

মেগা নিলামে যখন বছর ১৩’র বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) জন্য ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করেছিলো রাজস্থান রয়্যালস, তখন তাকে বাণিজ্যিক চমক বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন কেউ কেউ। কিন্তু সত্যিটা যে সম্পূর্ণ আলাদা তার প্রমাণ মেলে বাইশ গজে। প্রথম কয়েকটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন বৈভব। সঞ্জু স্যামসন চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁকে মাঠে নামানোর সাহসী সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড়। আইপিএল কেরিয়ারের শুরুটাই ছক্কা হাঁকিয়ে করেছিলেন সমস্তিপুরের কিশোর। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জ্বলে ওঠে তাঁর ব্যাট। মাত্র ৩৫ বলে করে ফেলেন শতরান। টি-২০ ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন তিনি। হন আইপিএলের আসরে দ্বিতীয় দ্রুততম শতকের মালিক। বৈভব (Vaibhav Suryavanshi) যে ‘বিস্ময় প্রতিভা,’ তা মানতে বাধ্য হন সকলেই।

Read More: পাক ক্রিকেটারদের বেফাঁস মন্তব্যের নিশানায় যখন বলিউড অভিনেত্রীরা, দেখুন বিতর্কিত ৩ অধ্যায় !!

বেঙ্গালুরুতে তলব বৈভবকে-

Vaibhav Suryavanshi | Image: Twitter
Vaibhav Suryavanshi | Image: Twitter

গত বছরই অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) । অস্ট্রেলীয় অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে দেশের জার্সিতে শতরানও করেছিলেন। আইপিএল বিক্রমের পর তাঁকে যথাসম্ভব সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই বছর তাঁকে দেখা গিয়েছে এমার্জিং এশিয়া কাপে। সম্প্রতি ইংল্যান্ড সফরেও গিয়েছিলেন বৈভব। লাল বলের দু’টি ম্যাচে একটিমাত্র অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। তবে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন ওয়ান ডে সিরিজে। প্রথম দু’টি ম্যাচে ৪৮ ও ৪৫ করে আউট হয়েছিলেন। বড় রান পান তৃতীয় ম্যাচটিতে। নর্দাম্পটনে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। ঝড় তোলেন ওরচেস্টারের মাঠে। মাত্র ৭৮ বলে করেন ১৪৩ রান। মারেন ১৩টি চার ও ১০ টি ছক্কা। গত ৩০ জুলাই অস্ট্রেলিয়া সফরের জন্য অনুর্দ্ধ-১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। সেখানেও রাখা হয়েছে বৈভবকে (Vaibhav Suryavanshi) ।

বর্তমানে বৈভবের বয়স ১৪ বছর। তাঁকে ঘষেমেজে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করে তোলাই এখন লক্ষ্য বিসিসিআই-এর। অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত মহাতারকারা। তাঁরা সরে দাঁড়ালে যে শূন্যস্থান তৈরি হবে তা পূরণের দায়িত্ব নিতে হবে বৈভবদেরই (Vaibhav Suryavanshi) , মনে করছেন কর্তারা। বিশেষ অনুশীলনের জন্য তাই বিহারের কিশোর’কে ডেকে পাঠানো হয়েছে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। সংবাদসংস্থা মাই খেলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ১০ তারিখ এনসিএ-তে যোগ দিয়েছেন বৈভব (Vaibhav Suryavanshi) । কতদিন সেখানে অনুশীলন সারবেন তিনি তা এখনও স্পষ্ট নয়। রিহ্যাবের জন্য এনসিএ-তে রয়েছেন সূর্যকুমার যাদব। ফিটনেস টেস্টের জন্য রয়েছেন শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়ারাও। তাঁদের সান্নিধ্য যে বৈভবকে উদ্বুদ্ধ করবে তা বলাই যায়।

বৈভবের দিকে নজর রয়েছে বোর্ডের-

Vaibhav Suryavanshi | Image: Twitter
Vaibhav Suryavanshi | Image: Twitter

ইতিমধ্যেই নির্বাচকদের রেডারে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) , মনে করছেন তাঁর ছোটবেলার কোচ মনীশ ওঝা। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিসিসিআই এখন থেকেই তরুণ ক্রিকেটারদের তৈরি করছে সিনিয়রদের জুতোয় পা গলানোর জন্য। পরবর্তী প্রজন্মকে তৈরি রাখা অত্যন্ত জরুরী। বৈভবকে যে অনুশীলনের জন্য ডাকা হয়েছে তা এই প্রক্রিয়ারই অংশ। আমরা প্রত্যেকজন কিশোরকে বেছে নেওয়ার পর তাঁদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করে তুলি।” “ওর মধ্যে প্রথম বল থেকে আক্রমণে যাওয়ার দক্ষতা রয়েছে। যেটা ওয়ান ডে ও টি-২০তে একটা ইতিবাচক দিক। আপনারা সেটা দেখেছেন আইপিএল, অনুর্দ্ধ-১৯ বা বিজয় হাজারে ট্রফিতে। কিন্তু দীর্ঘতর ফর্ম্যাটে ওর পারফর্ম্যান্স সাদা বলের ক্রিকেটের মত নয়। ১০টা ইনিংসের মধ্যে ৭-৮টা ইনিংস যাতে কার্যকরী হয় তা নিশ্চিত করাই ওর লক্ষ্য,” সংযোজন তাঁর।

Also Read: সম্মুখসমরে অক্ষর ও শুভমান, এশিয়া কাপের দল ঘোষণার আগে মিললো চমকপ্রদ তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *