IPL 2025: গত বছর আইপিএল (IPL) ফাইনালে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হায়দ্রাবাদকে হারিয়ে খেতাব জিতেছিলো কলকাতা। সেই ফলাফল অনুযায়ী এবার প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হওয়ার কথা ছিলো হায়দ্রাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে আর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। এক দশক পর ফাইনাল আয়োজনের সুযোগ পেয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছিলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ও (CAB)। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এক সপ্তাহের বিরতি উল্টেপাল্টে দিলো যাবতীয় হিসেবনিকেশ। আইপিএলের (IPL) ক্রীড়াসূচি বদলে যাওয়ায় বদলে গেলো ফাইনালের ভেন্যু’ও। মন ভাঙলো তেলেঙ্গানা ও বাংলার ক্রিকেটপ্রেমীদের।
Read More: IPL 2025, CSK vs RR TOSS REPORT in BENGALI: টস জিতলো রাজস্থান, নিয়ম রক্ষার ম্যাচে চেন্নাই দলে এন্ট্রি নিলেন তারকা পেসার !!
আহমেদাবাদ ও মুল্লানপুর পেলো ম্যাচ-

পরিবর্তিত সূচি অনুযায়ী ২৯ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) প্লে-অফ পর্ব। পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে যে দুটি দল শেষ করবে তারা ঐদিন মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। এরপর ৩০ তারিখ এলিমিনেটর ম্যাচে সম্মুখসমরে নামার কথা পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই শিবিরের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুই ম্যাচই আয়োজিত হওয়ার কথা ছিলো উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে। কিন্তু আজকের বৈঠকের পর খেলা দুটি মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নবনির্ধারিত সূচি অনুযায়ী ১ ও ৩ জুন রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকে দুটি ম্যাচই সরিয়ে দেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
জুনের গোড়াতেই দেশের পূর্বাংশে বর্ষা ঢুকে পড়ার কথা। বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হতে পারে হাইভোল্টেজ ম্যাচ। কার্যত এহেন যুক্তি দিয়েই ইডেন থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নক-আউট পর্বের খেলা দু’টি। সহজে হাল ছাড়তে রাজী ছিলো না সিএবি (CAB)। বিগত বেশ কয়েক বছরের আবহাওয়ার রিপোর্ট পেশ করে নিজেদের দাবী জানিয়েছিলো তারা। কিন্তু স্নেহশিস গঙ্গোপাধ্যায়দের যুক্তি শেষমেশ আমল দিলেন না রজার বিনি’রা (Roger Binny)। মোদী স্টেডিয়ামের ফাইনাল প্রাপ্তিতে অবশ্য তৈরি হয়েছে বিতর্ক’ও। ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে এই নিয়ে তৃতীয় বার আইপিএলের (IPL) খেতাবী লড়াই আয়োজিত হচ্ছে আহমেদাবাদে। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভারত-পাক দ্বৈরথ ও ফাইনাল’ও দেওয়া হয়েছিলো সেখানেই। পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে শুরু করেছে বিসিসিআই-এর বিরুদ্ধে।
দেখুন BCCI-এর বিজ্ঞপ্তি-
Destination ▶ Playoffs
🏟 New Chandigarh
🏟 AhmedabadPresenting the 2️⃣ host venues for the #TATAIPL 2025 playoffs 🤩 pic.twitter.com/gpAgSOFuuI
— IndianPremierLeague (@IPL) May 20, 2025
ইডেনের জন্য থাকতে পারে বিকল্প ব্যবস্থা-

আইপিএল (IPL) ফাইনাল হারানোর ‘ক্ষতিপূরণ’ বাবদ ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনাল দেওয়া হতে পারে ইডেন গার্ডেন্স’কে (Eden Gardens), খবর সংবাদমাধ্যম সূত্রে। তবে সেক্ষেত্রেও রয়েই যাচ্ছে সংশয়। হাইব্রিড মডেলের ক্ষেত্রে ভারত, পাকিস্তান ও আইসিসি যে সমাধানসূত্র খুঁজে বের করেছে তা অনুযায়ী ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে টিম ইন্ডিয়া যেমন পাকিস্তানে যায় নি তেমনই ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতেও ভারতে আসবে না পাক দল। তারা নিজেদের সবক’টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। যদি কোনোভাবে বাবর আজম’রা সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যান সেক্ষেত্রে সেই ম্যাচটিও হাতছাড়া হতে পারে ইডেনের। শেষমেশ কি দাঁড়ায় পরিস্থিতি সেদিকে নজর থাকবে ক্রিকেটদুনিয়ার।