গত জুলাই মাসে টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলো বিসিসিআই (BCCI)। নিজের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় গম্ভীরকে (Gautam Gambhir)। সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেকে বেছে নেন তিনি। বোলিং কোচ হিসেবে পছন্দ করেন প্রাক্তন প্রোটিয়া তারকা মর্ণি মর্কেল’কে (Morne Morkel)। প্রত্যাশা অনেক ছিলো তাঁদের থেকে। কিন্তু তার সিকিভাগও পূরণ হয় নি এখনও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খোয়াতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ১২ বছর পর ঘরের মাঠে লাল বলের ফর্ম্যাটে জুটেছে সিরিজ হারের যন্ত্রণা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেও ১-৩ ধরাশায়ী হয়েছে তারা। সাম্প্রতিক এই ব্যর্থতার পর ক্রিকেটারদের পাশাপাশি গম্ভীর-সহ অন্যান্য কোচিং স্টাফরাও এখন আতসকাঁচের নীচে।
Read More: পন্থ-বুমরাহ বাদ, এন্ট্রি নিলেন সঞ্জু স্যামসন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশ্যে আসলো টিম ইন্ডিয়ার স্কোয়াড !!
নয়া কোচের খোঁজে BCCI-
অস্ট্রেলিয়া সিরিজে হারের পর্যালোচনার জন্য গত সপ্তাহে মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar), অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ গৌতম গম্ভীরকে মুম্বইতে বিসিসিআই-এর (BCCI) সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছিলো। সূত্রের খবর যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেদিন। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পরেই টিম ইন্ডিয়া যে নতুন অধিনায়কের সন্ধান শুরু করতে চলেছে, জানিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। বাছাই পর্বে তিনি পূর্ণ সহযোগিতারও অঙ্গীকার করেছেন। আঙুল উঠেছে কোচ গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের দিকে। বিশেষ করে দুই সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রায়ান টেন দুশখাতের (Ryan ten Doeschate) দলে ঠিক কি ভূমিকা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে হেড কোচ’কে। টেস্টে আদৌ তাঁরা দায়িত্ব সামলাতে সক্ষম কিনা তা নিয়েই সন্দিহান বিসিসিআই কর্মকর্তাদের একটা বড় অংশ।
বোর্ড সূত্র মারফত সংবাদমাধ্যম জানতে পেরেছে যে গম্ভীরের (Gautam Gambhir) কোচিং স্টাফে নয়া সদস্য যোগ করার কথা চিন্তাভাবনা করছেন রজার বিনি’রা (Roger Binny)। এই মুহূর্তে ফিল্ডিং ও বোলিং-এর জন্য বিশেষজ্ঞ কোচ থাকলেও কোনো ব্যাটিং কোচ নেই ভারতীয় দলের সাথে। দ্রুত একজন ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিসিআই (BCCI)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তাঁকে নিয়োগ করা হবে কিনা সেদিকে এখন তাকিয়ে ক্রিকেটজনতা। বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) বা যুবরাজ সিং-এর (Yuvraj Singh) মত কিংবদন্তির নাম ভাসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আগামী জুন মাসে রয়েছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচটি টেস্ট খেলতে উড়ে যাওয়ার আগে ইংল্যান্ডের পরিবেশ ও পরিস্থিতিতে লাল বলের ফর্ম্যাট খেলার অভিজ্ঞতাসম্পন্ন কাউকে মেন্টর বা অন্য কোনো ভূমিকায় দলের সাথে জুড়ে দেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা হয়েছে ইতিমধ্যেই।
গম্ভীর-মর্কেল সম্পর্কে ফাটলের গুঞ্জন-
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাথে বোলিং কোচ মর্ণি মর্কেলের সম্পর্কের শীতলতা নিয়ে শুরু হয়েছে চর্চা। গম্ভীরের পছন্দেই দায়িত্ব পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। এর আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেও তাঁরা কাজ করেছেন একসাথে। কিন্তু অস্ট্রেলিয়া সফর চলাকালীন নাকি দূরত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। একটি ব্যক্তিগত কাজে আটকে পড়ার কারণে একদিন ভারতীয় দলের অনুশীলনে দেরীতে পৌঁছেছিলেন মর্কেল (Morne Morkel)। তাঁকে প্রকাশ্যেই তিরস্কার করেন গম্ভীর। তারপর থেকে নিজেকে নাকি গুটিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং পরামর্শদাতা। এই বিষয়ে সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই (BCCI) কর্তা বলেছেন, “এটা ওদের দুজনের ব্যাপার। ওদের দু’জনকেই মিটিয়ে নিতে হবে। যাবতীয় কাজ যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে হবে।”