"সিদ্ধান্ত নেওয়ার মতন আমরা..." বাংলাদেশ ইস্যুতে বল ICC'র কোর্টে, অবস্থান পরিষ্কার করল BCCI !! 1

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে চলমান বিতর্ক প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পরিস্থিতি এখনো অচল। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল খেলতে না দেওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপ খেলতে না আসার আর্জি জানিয়েছিল। আর, বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ভারতের মাটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করার পর স্বাভাবিকভাবেই নজর গিয়ে পড়েছে আইসিসি (ICC) ও বিসিসিআইয়ের (BCCI) ভূমিকার দিকে।

এই আবহে দীর্ঘ নীরবতা ভেঙে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান স্পষ্ট করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এক সাক্ষাৎকারে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বা ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের (BCCI) নেই। তাঁর কথায়, এই বিষয়টি পুরোপুরি আইসিসির আওতাধীন। তিনি এটা স্পষ্ট করে দিলেন যে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না, বা কোথায় কোন ভ্যানুতে খেলবে – এই সব সিদ্ধান্ত আইসিসি নেবে।

Read More; কিউইদের বিপক্ষে ম্যাচের আগেই দেখা মিলল বিরাট কোহলির যমজের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

নীরবতা ভাঙলেন BCCI সচিব

BCCI
Devajit Saikia | Image: Twitter

সাইকিয়া আরও জানিয়েছেন, সাম্প্রতিক বিসিসিআই বৈঠকে বিশ্বকাপ সংক্রান্ত কোনও রাজনৈতিক বা কূটনৈতিক বিষয় আলোচ্য ছিল না। বৈঠকের মূল লক্ষ্য ছিল সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ওই বৈঠকে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ উপস্থিত ছিলেন। সাইকার দাবি, CoE-এর মানোন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নই ছিল আলোচনার কেন্দ্রে। তিনি জানান, সেন্টার অফ এক্সিলেন্সে বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে এবং সেগুলি পূরণ করার জন্য খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মন্তব্য করে বলেছেন, “আমাদের বৈঠকটি ছিল CoE এবং অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কি করবে সেটা ভাবার বিষয় আমাদের নয়, সেটি বিচার করার জন্য আইসিসি রয়েছে। গতদিন আমরা CoE-তে শূন্যপদগুলি মূল্যায়ন করা হয়েছে এবং শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বাংলাদেশে চলমান অশান্তির প্রভাব ভারতেও পড়েছে, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের উপর যে প্রাণঘাতী হামলা ও আপত্তিকর ঘটনা ঘটছে তা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ। অন্যদিকে বাংলাদেশকে এবারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ খেলতে হবে কলকাতায়, যে কারণে নিরাপত্তার ছুকি দেখিয়ে ভারতে না খেলার ইচ্ছা প্রকাশ করেছিল।

Read Also: মুস্তাফিজুরকে ফেরানোর জন্য হাতে-পায়ে ধরছে BCCI, সামনে এল বাংলাদেশ বোর্ডের মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *