সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল মাঠে নেমেছিল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই টুর্নামেন্টকে গুরুত্বের সঙ্গে দেখছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দুরন্ত পারফর্মেন্স করে ব্লু ব্রিগেডরা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আবারও ট্রফি জয় করে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) বিতর্কিত পদক্ষেপে এশিয়া কাপের ট্রফি এখনও ভারতে এসে পৌঁছায়নি। এই কারণে এবার বিসিসিআই (BCCI) কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিল।
Read More: “ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..”, ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
ট্রফি নিয়ে বিতর্ক-

এই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি বাহিনী নির্মমভাবে গুলি চালায়। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ থাকায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এর প্রভাব ক্রিকেট মাঠেও এসে পড়ে। এশিয়া কাপে পাকিস্তানের (India vs Pakistan Match) সঙ্গে ব্লু ব্রিগেডদের ম্যাচে ধরা পড়ে ভিন্ন ছবি। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সালমান আলী আঘাদের (Salman Ali Agha) সঙ্গে কোনোরকম সৌজন্য দেখায়নি।
টসের সময় এবং ম্যাচ শেষে হ্যান্ডশেক না করায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। অন্যদিকে ফাইনালে মহসিন নকভির থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় গৌতম গম্ভীরের দল। ফলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান দীর্ঘক্ষন মাঠে অপেক্ষা করার পর ট্রফি এবং মেডেল নিয়ে নিজের হোটেলে ফিরে যান। এরপর একাধিক আলোচনার পরেও এখনও এই বিষয়ে জট কাটেনি।
বিসিসিআইয়ের কড়া পদক্ষেপ-

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) এখনও তার হাত থেকেই আনুষ্ঠানিকভাবে ট্রফি নিতে হবে অবস্থানে অনড় রয়েছেন। এবার এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিসিসিআই (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। তিনি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও এখনও আমাদের হাতে ট্রফি আসেনি। এতে আমার খুশি নই। প্রায় ১০ দিন হয়ে গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
কিন্তু তার পক্ষ থেকে কোনরকম উত্তর আসেনি। আমরা এখনও নিজেদের অবস্থান বজায় রেখেছি। দুদিনের মধ্যেই ট্রফি ভারতে আনার চেষ্টা করছি। না হলে ৪ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির (ICC) সভায় এই বিষয়টি উত্থাপন করব। ট্রফি আসবেই কারণ ভারত সেটি জিতেছে। কিন্তু আমরা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে ট্রফি নেব না। বিসিসিআই তাদের অবস্থানে কোনো পরিবর্তন করেনি।”