BCCI: ভারতীয় ক্রিকেটে যুগের এক সোনালী অধ্যায়ের ইতি হয়েছে বলেই মনে করছেন একাধিক ভক্তরা। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই মাঠের আবহ একেবারেই পাল্টে গিয়েছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত ও বিরাট দুজনেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এরপর, ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল চলার মাঝে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন দুজনে। আর রোহিত ও বিরাট দুজনেই দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর বেশ ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
রোহিত- বিরাট অবসর নিতেই চাপে BCCI

প্রসঙ্গত, ভারত তথা পৃথিবী জুড়ে রোহিত ও বিরাটের ফ্যান রয়েছে। তাঁরা মাঠে থাকলেই ভক্তদের ভিড় উপচে পরে। আগে যেখানে তাদের ব্যাট হাতে নামার অপেক্ষায় স্টেডিয়াম ভরে যেত, এখন সেখানে দেখা যাচ্ছে ফাঁকা গ্যালারি। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে এই বাস্তবতা চোখে পড়ার মতো। দেশের নানা প্রান্তে ম্যাচ হচ্ছে, কিন্তু দর্শক নেই! ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট আহমেদাবাদের নরেন্দ্র মদ স্টেডিয়ামে শেষ হয়ে গিয়েছে, সেই ম্যাচে লহুবি বেশি দর্শক দেখতে পাওয়া যায়নি। এমনকি, চলতি ম্যাচেও নেই কোনো দর্শক। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এতদিন ধরে ভক্তদের থেকেই বিপুল একটা টাকা লাভ করতো।
Read More: “সঞ্জু ক্যারিয়ার শেষ করছেন গম্ভীর..”, অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
ক্ষতির মুখে BCCI

বিশেষ করে স্টেডিয়াম টিকিট, টেলিকাস্ট রাইটস থেকে তারা যে রাজস্ব আদায় করতো সেটি ধীরে ধীরে কমতে শুরু হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র এই সিরিজেই বোর্ডের প্রায় ৩ – ৪ কোটি টাকার মতো লোকসান করেছে। প্রথম টেস্টটি তৃতীয় দিনেই শেষ হয়েছিল যে কারণে বেশিরভাগ মানুষ সেই ম্যাচ দেখতে আগ্রহ প্রকাশ করেনি, এরপর দিল্লিতে দ্বিতীয় ম্যাচেও দর্শক শূন্য স্টেডিয়ামে মাঠে নামতে হয়েছে তাদেরকে। দর্শক না থাকলে স্পনসররাও আগ্রহ হারাচ্ছেন। মাঠে দর্শকই যদি না থাকে তাহলে স্পন্সরশিপে তার মস্ত বড় প্রভাব পড়ে। রোহিত ও বিরাট, দু’জনই হলেন এই যুগের ক্রিকেট আইকন। তারা শুধু ব্যাটসম্যান হিসাবে নয়, কোটি কোটি ভারতীয় ভক্তদের আবেগও তারা। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা হলেন ভারতের বর্তমান ও ভবিষ্যৎ তবুও ভারতে তারা এখনও সেভাবে নিজেদের ফ্যান বেজ গড়ে তুলতে পারেনি।