bcci-rohan-jaitley-to-succeed-jay-shah

ভারতীয় বোর্ডে জয় শাহ (Jay Shah) যুগের অবসান হয়ত আসন্ন। ২০১৯ সালে প্রথমবার সচিব পদে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র। প্রথম দফায় তাঁর মেয়াদ ফুরিয়েছিলো ২০২২-এর অক্টোবরে। তাঁর সাথেই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) মেয়াদ ফুরোনোয় সরে দাঁড়াতে হলেও ইতিহাসে প্রথম সচিব হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব পান জয় শাহ। ২০২৫-এ ফুরোচ্ছে সেই সময়কাল। কিন্তু এক বছর বাকি থাকতেই পদ ছাড়তে পারেন তিনি। শোনা যাচ্ছে জাতীয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে বিদায় জানিয়ে তিনি এবার বসতে পারেন আইসিসি’র মসনদে। বর্তমানে ৩৫ বছর বয়স তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান পদে বসবেন তিনি।

বর্তমানে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)। দ্বিতীয় দফায় দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দিনকয়েক আগে একটি বিজ্ঞপ্তি’তে বার্কলে স্পষ্ট করেছেন যে তৃতীয় দফায় আর পদে থাকতে চান না। ৩০ নভেম্বর মেয়াদ ফুরোচ্ছে তাঁর। ক্রিকেটদুনিয়ায় জোর গুঞ্জন যে উত্তরসূরি হতে চলেছেন জয় শাহ (Jay Shah)। ২৭ অগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। যদি একাধিক ব্যক্তি মনোনয়ন জমা দেন, সেক্ষেত্রে ভোটাভুটি হতে চলেছে পয়লা ডিসেম্বর।  বিশেষজ্ঞদের ধারণা ১৬টি ভোটের ৫১ শতাংশ, অর্থাৎ ৯টি ভোট পেতে বিশেষ সমস্যা হবে না জয় শাহের। ইতিমধ্যেই তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট সংস্থা। পূর্ণ সময়ের বাকি সদস্যদের মধ্যেও অধিকাংশই তাঁর পাশেই দাঁড়াবেন বলে খবর। এন শ্রীনিবাসন ও অভিনব মনোহরের পর তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি’র চেয়ারম্যান হতে পারেন জয় শাহ (Jay Shah)।

Read More: IPL 2025: কোনো মূল্যেই শ্রেয়স’কে ছাড়ছে না KKR, সোশ্যাল মিডিয়া পোস্টে মিললো প্রমাণ !!

বিসিসিআই সচিব হচ্ছেন রোহন জেটলি-

Rohan Jaitley | Jay Shah | Image: Twitter
Rohan Jaitley | Image: Twitter

ভারতীয় বোর্ড ছেড়ে আইসিসি’র শীর্ষপদে বসছেন জয় শাহ (Jay Shah), খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে হইচই। বিসিসিআই-এর সচিব পদে তাহলে বসবেন কে? প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটজনতা। দীর্ঘ জল্পনাকল্পনার পর অবশেষে মিলেছে উত্তর। সংবাদমাধ্যম সূত্রে খবর, শূন্যস্থান পূরণ করতে পারেন রোহন জেটলি (Rohan Jaitley)। সংবাদসংস্থা দৈনিক ভাস্করে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে দিল্লী ক্রিকেট সংস্থার (DDCA) প্রেসিডেন্ট পদে থাকা রোহন জেটলিই জয় শাহের পর নতুন বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব নেবেন। সেক্রেটারি পদে রদবদল হলেও বিসিসিআই-এর অন্দরে অন্য কোনো পদে এখনই কোনো রকম বদলের সম্ভাবনা নেই। প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny), সহ-সভাপতি রাজীব শুক্লাদের (Rajiv Shukla) মেয়াদকাল রয়েছে আরও এক বছর। তাঁরা তা সম্পূর্ণ করবেন বলেই খবর।

জয় শাহের (Jay Shah) মতই রাজনৈতিক পরিচয় রয়েছে রোহন জেটলির’ও (Rohan Jaitley)। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র তিনি। এর আগে জয় শাহের নির্বাচন নিয়ে যেমন বিতর্ক হয়েছিলো, তেমনই রোহন দায়িত্ব পাওয়ার পর শাসক দলের বিসিসিআই-এর অন্দরে ক্ষমতাদখলের অভিযোগ যে উঠবে না তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। সংবাদসংস্থা PTI অবশ্য গত শনিবার জানিয়েছে যে একা রোহন নয়, শাহ (Jay Shah) সরে দাঁড়ালে পরবর্তী সচিব হওয়ার দৌড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন। এই তালিকায় রয়েছে সিএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার (Avishek Dalmiya) নাম, রয়েছেন পাঞ্জাবের দিলশের খান্না, গোয়ার বিপুল ফাড়কে (Vipul Phadke) ও ছত্তিশগড়ের প্রভতেজ ভাটিয়া’ও। শেষমেশ কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা জানা যাবে কিছুদিনের মধ্যেই।

Also Read: বাংলাদেশ ছাড়া হচ্ছেন শাকিব আল হাসান, এই দেশের জার্সিতে করতে পারেন অভিষেক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *