bcci-reveals-ipl-2025-start-date

IPL 2025: ক্রিকেটদুনিয়ার ফোকাসে এখন আইপিএল (IPL)। আগামী ২৪ ও ২৫ তারিখ রয়েছে মেগা নিলাম। সৌদি আরবের জেড্ডা শহরে আয়োজিত হতে চলেছে তা। সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে নিলামের আগে ধরে রাখার সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছে বিসিসিআই। বাকি স্কোয়াড এই মেগা নিলাম থেকেই নির্মাণ করতে হবে তাদের। ঋষভ পন্থ (Rishabh Pant), কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) মত সুপারস্টারদের ভাগ্য নির্ধারিত হবে আগামী শনি ও রবিবার। অধীর আগ্রহে সেইদিকে তাকিয়ে সকলে। নিলাম নিয়ে উত্তেজনার পারদ যখন চড়েছে সপ্তমে, তখনই টুর্নামেন্ট নিয়ে আরও এক বড়সড় তথ্য এলো প্রকাশ্যে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গেলো আইপিএল (IPL)  শুরুর দিনক্ষণ। অন্যান্য বারের চেয়ে খানিক এগিয়ে আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ।

Read More: “অবসর নিয়ে নাও…” প্রথম টেস্টে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো নিন্দার ঝড় !!

এগিয়ে আসছে IPL মরসুম-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

 

২০০৮ থেকে পথচলা শুরু করেছে আইপিএল (IPL)। ২০২৫-এ আঠারোয় পা দেবে বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। নতুন বছর শুরুর আগেই চমকপ্রদ সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। এতদিন মার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হত টুর্নামেন্ট। শেষ হত মে মাসের শেষ সপ্তাহে। কিন্তু এবার থেকে টুর্নামেন্টকে অন্তত দেড় বা দুই সপ্তাহ এগিয়ে আনার ঘোষণা করেছে বোর্ড। একটি ই-মেল মারফত ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো’র হাতে এসেছে সেই ই-মেল। সেখান থেকে জানা গিয়েছে যে ২০২৫-এর আইপিএল (IPL) শুরু হতে চলেছে ১৪ মার্চ। প্রতিযোগিতা শেষ হচ্ছে ৩০ মে। অর্থাৎ দুই মাসেরও বেশী সময় ধরে চলবে তা।

আইপিএলের (IPL) মেয়াদকাল’কে উইন্ডো বলে উল্লেখ করা হয়েছে ঐ ই-মেলে। একেবারে আগামী তিন মরসুমের জন্য টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ২০২৬-এর আইপিএল শুরু হচ্ছে মার্চের ১৫ তারিখ, চলবে ৩১ মে অবধি। ২০২৭-এ ২০২৫-এর মতই ১৪ মার্চ থেকে ৩০ মে’র মধ্যে আয়োজিত হবে প্রতিযোগিতা। ২০২২ সালে যখন ২০২৩-২৭ চক্রের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিলো বিসিসিআই, তখন জানানো হয়েছিলো যে ২০২৫ ও ২০২৬-এ ৮৪ ম্যাচ আয়োজন করা হতে পারে, ২০২৭-এ তা বেড়ে ৯৪’ও হতে পারে বলে উল্লেখ ছিলো চুক্তিপত্রে। কিন্তু আপাতত নিজেদের ৭৪ ম্যাচের বেশী আয়োজন করার ভাবনাচিন্তা নেই বোর্ডের। ২০২৩ বা ২০২৪-এর মত ২০২৫-এও ম্যাচের সংখ্যা থাকছে ৭৪-ই।

বিদেশী খেলোয়াড়দের নিয়ে সমস্যা মিটলো-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

মরসুমের মাঝপথে আন্তর্জাতিক তারকাদের আইপিএল (IPL) ছেড়ে দেশের হয়ে খেলতে চলে যাওয়া মাঝেমধ্যেই সমস্যায় ফেলত ফ্র্যাঞ্চাইজিদের। এবার আর তা হবে না বলেই খবর মিলেছে। আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেট নিয়ামক সংস্থাগুলির তরফে সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে খেলোয়াড়দের। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে যে তাদের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের তারকাদের ২০২৫-এ সম্পূর্ণ আইপিএলে (IPL) খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২০২৬-এ পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থাকলেও তা ১৮ মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট সংস্থা’ও ১৮ জনের একটি তালিকা পাঠিয়েছে যাঁরা আগামী তিন মরসুম বিনা বাধায় আইপিএল খেলতে পারবেন।

ইসিবি’র পাঠানো তালিকায় নাম নেই বেন স্টোকসের। তারা আরও জানিয়েছে যে ২০২৫-২৭ সময়কালের মধ্যে এই আঠারোজনের বেশ কয়েকজনের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ইংলিশ ক্রিকেটাররা গোটা টূর্নামেন্টের জন্য উপলব্ধ থাকবেন বলেও জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ক্রিকেট সংস্থার তরফেও মিলেছে সবুজ সংকেত। শ্রীলঙ্কান ক্রিকেটাররা নির্দ্বিধায় ২০২৫ আইপিএল খেলতে পারেন বলে জানা গিয়েছে। যাঁরা রিটেন হবেন তাঁদের ২০২৬-২৭’এ বিনা বাধায় খেলার ব্যবস্থা করছে বোর্ড। বাংলাদেশ ১৩ ক্রিকেটারের নামের তালিকা বিসিসিআই-কে পাঠিয়েছে। যাঁরা বিভিন্ন সময় আইপিএল (IPL) খেলার জন্য উপলব্ধ থাকবেন আগামী তিন বছর। লিটন দাস, মেহদী হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলামদের নাম রয়েছে সেই তালিকায়।

Also Read: IPL 2025: মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক-সূর্য’কে রেখেই আইপিএলের জন্য সেরা একাদশ বাছলো ChatGpt !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *