টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন BCCI'এর অন্যতম কর্তা !! 1

ভারতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের মাঠে নেমেছে। ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের দখলে করেছে ব্লু ব্রিগেডরা। এরপরই বিশ্বকাপের (T20 WC 2026) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মাঠে নামবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেটাররা। অন্যদিকে এই টুর্নামেন্টে আয়োজনের জন্য বিসিসিআইও (BCCI) সম্পূর্ণরূপে তৈরি। কর্মকর্তারা নিরাপত্তার দিকটিকে বিশেষভাবে নজরে রেখেছেন। এর মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম অভিজ্ঞ কর্তার মৃত্যুর খবর সামনে এল।

Read More: “নিয়ম সবার জন্য সমান হওয়া…” বাংলাদেশ বিতর্কে ICC’এর উপর ক্ষুব্ধ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!

মারা গেলেন BCCI সভাপতি-

টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন BCCI'এর অন্যতম কর্তা !! 2
Inderjit Singh Bindra | Image: Twitter

ভারতীয় ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে বিসিসিআই কর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের হাত ধরেই জাতীয় দল নতুন দিশা পেয়েছে। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রার (Inderjit Singh Bindra) প্রয়াত হওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এই দক্ষ প্রশাসক। ‌রবিবার নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর ৮৪ বছর বয়স হয়েছিল।

ইন্দ্রজিৎ সিংহ’এর মৃত্যুর খবরটি আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ প্রশাসক আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। আমি আশা করি তার দেখান‌ও পথে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে।”

ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রার অবদান-

টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, মারা গেলেন BCCI'এর অন্যতম কর্তা !! 3
Inderjit Singh Bindra | Image: Twitter

পাঞ্জাব ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রা নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি এই রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন ১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত। তার সময়কালেই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৫ সালে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম করা হয়। অন্যদিকে বিসিসিআই সভাপতি হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন বিন্দ্রা। ১৯৮৭ সালের একদিনের বিশ্বকাপ ভারতে আয়োজন করে আর এক প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) সঙ্গে মিলে এক নতুন দিগন্ত খুলে দেন। ভারতীয় ক্রিকেটের মার্কেটিং এবং বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব বাড়ানোর জন্য বিন্দ্রা অবিস্মরণীয় অবদান রাখেন। ফলে তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট।

Read Also: “বিশ্বকাপ জয় সময়ের অপেক্ষা..”, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *