ভারতীয় ক্রিকেটে একাধিক বন্ধুত্বের ছবি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মা (Rohit Sharma) থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-সুরেশ রায়নার (Suresh Raina) মধ্যে সম্পর্কের দৃঢ়তা দৃষ্টান্ত তৈরি করেছে। আবার এমন বেশকিছু ঘটনার সামনে উঠে এসেছে যেখানে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জড়িয়ে পড়েছেন তারকা ক্রিকেটাররা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তারা। এবার বিসিসিআই (BCCI) সভাপতির বন্ধু পত্নীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার খবর সামনে এল। যা নিয়ে বর্তমানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!
বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক-

সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিঠুন মনহাস (Mithun Manhas)। খুব একটা পরিচিত মুখ না হলেও তিনি দীর্ঘদিন ক্রিকেট কর্মকর্তা হিসাবে নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। তবে এর মধ্যেই বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) স্ত্রী আরতী সেহবাগের (Aarti Sehwag) সঙ্গে বিসিসিআই (BCCI) সভাপতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে। ক্রিকেট খেলার সূত্রে মিঠুনের সঙ্গে ভারতের অন্যতম সফল ওপেনারের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল।
অন্যদিকে সেহবাগের সঙ্গে আরতীর ২০০৪ সালে বিবাহ হয়। বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি তাদের দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটতে চলেছে বলে খবর সামনে উঠে এসেছে। তার পিছনে মিঠুন মনহাসের সঙ্গে আরতীর সম্পর্কে জড়িয়ে পড়া অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই প্রখ্যাত সাংবাদিক অভিষেক ত্রিপাঠীর এক মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে দেয়। তিনি এক আলোচনায় বলেন, “সেহবাগের স্ত্রীর সঙ্গে মিঠুন মনহাসের সম্পর্ক খুবই ভালো। এর পিছনে অন্য গল্প রয়েছে যেটা এখানে আমি বলবো না।” এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।
BCCI প্রেসিডেন্ট হিসাবে দৃষ্টান্ত-

সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) পর রজার বিনি (Roger Binny) বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর এবার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠুন মনহাস। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৭ তম প্রেসিডেন্ট। এই আলোচিত ব্যক্তি জম্বু কাশ্মীরে জন্মগ্রহণ করেন তারপর নিজের ক্রিকেটের দক্ষতা উন্নতি করার জন্য দিল্লি চলে আসেন।
দিল্লির হয়ে তিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিজের অবদান রেখেছেন। এই দলের হয়ে তাকে অধিনায়কত্ব পর্যন্ত করতে দেখা গেছে। পরবর্তীকালে তিনি প্রথম জম্বু কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ পান। ভারতের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক দলের হয়ে কোচ হিসেবে পর্যন্ত দায়িত্ব সামলেছেন। তবে কখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি মিঠুন। তিনি ১৫৭ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৯৭১৪ রান সংগ্রহ করেছেন।