কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে। গত বছরের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। মিনি নিলামেই একাধিক বিদেশি তারকাদের দলে নিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছেন কর্মকর্তারা। তবে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কোটি কোটি টাকায় দলে নেওয়ার জন্য ক্ষোভের মুখে পড়তে হয়েছে শাহরুখ খানকে (Sharukh Khan)। তাকে দেশদ্রোহী বলেও উল্লেখ করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বর্তমান ভারতের সম্পর্ক ভালো নয়। ফলে এই দেশের ক্রিকেটারদের দলে নেওয়াই উচিত হয়নি বলে মনে করছেন অনেকে। এবার বিসিসিআই (BCCI) সচিব কলকাতা নাইট রাইডার্সকে স্পষ্ট বার্তা দিল।
Read More: শাহরুখ নয় আসল দেশদ্রোহী বিসিসিআই, ভক্তদের প্রশ্নের মুখে জেরবার ক্রিকেট বোর্ড !!
মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক-

এই বছর আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দল আগ্রহ দেখিয়েছিল। তাদের সঙ্গে টক্কর দিয়ে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা বিডিং শুরু করেন। এই তারকা পেসারের দাম গিয়ে পৌঁছায় ৯ কোটি ২০ লক্ষ টাকায়। আইপিএলের ইতিহাসে এটাই কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। এরপরই কেকেআরের মনোভাব প্রশ্নের মুখে পড়ে।
বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রতিবেশী দেশের উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তারা বিভিন্ন সময় ভারত বিদ্বেষী মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। এছাড়াও এই দেশের সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার আন্তর্জাতিক প্রেক্ষাপটে লজ্জার দৃষ্টান্ত তৈরি করেছে। ফলে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার জন্য আওয়াজ তোলেন এক শ্রেণীর ক্রিকেট ভক্তরা।
বিসিসিআই স্পট নির্দেশ-

ভারতীয় ক্রিকেট ভক্তদের ক্ষোভের মুখেও কর্মকর্তারা ধীরে চলো নীতি অবলম্বন করেছিলেন। সমস্ত বিষয়টির নিয়ে রীতিমতো চিন্তার মধ্যেও ছিলেন তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় দেশের স্বার্থের কথা ভেবেই কাজ করে এসেছে। এবার কড়া সিদ্ধান্ত নিলেন বিসিসিআই সচিব। তিনি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশী ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
সূত্র অনুযায়ী দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) দ্রুত মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলেছেন। যদি বদলি ক্রিকেটারের জন্য অনুরোধ করা হয় সেই বিষয়ে বোর্ড অনুমতি দেবে বলে জানানো হয়েছে। বিসিসিআইয়ের (BCCIl এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে আলোচনা। যদি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয় তাহলে কেন নিলামে নাম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়েও উঠছে প্রশ্ন।