ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয়ের পর গতকাল নিজের শহর শিলিগুড়িতে ফিরেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। তাকে নিয়ে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বাসভবন পর্যন্ত দীর্ঘ রাস্তায় ভক্তদের উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। এর সঙ্গেই বিশ্বকাপ জয়ী দলের অন্যান্য সদস্যরাও নিজেদের রাজ্যে ফিরতে শুরু করেছেন। কাছের মানুষজন সাধ্যমতো সম্মান জানাচ্ছেন তাদেরকেও। কিন্তু গত বছর পুরুষ ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয়ের পর যেভাবে তাদের সাফল্যকে উদযাপন করা হয়েছিল বিসিসিআই সেই রাস্তা হাঁটেনি। যা নিয়ে বর্তমানে শুরু হয়েছে বিতর্ক।
Read More: কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !!
ভারতীয় মহিলাদের নতুন ইতিহাস-

এই বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ ভারতের এবং শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হয়েছিল। প্রথম থেকেই ব্লু ব্রিগেডরা টুর্নামেন্টে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে দুরন্ত ফর্মে শুরু করে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে যায় তারা। তবে লিগ পর্বে পরপর ম্যাচে হারের সম্মুখীন হয়ে কিছুটা ধাক্কা খেয়েছিল ব্লু ব্রিগেডরা। নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ পর্যন্ত শেষ চারে পৌঁছায় স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)।
সেমিফাইনালে ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (India W vs Australia W)। সাতবারের চ্যাম্পিয়নদের সামনে ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। তিনি দুরন্ত শতরান হাঁকিয়ে ভক্তদের মন জয় করে নেন। এর সঙ্গেই দলকে ফাইনালে পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে শেফালি বর্মা (Shafali Verma) এবং দীপ্তি শর্মা (Deepti Sharma) প্রথমে দুরন্ত অর্ধশতরান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে দুজনে বল হাতেও অবদান রাখেন। একাই ৫ উইকেট তুলে নেন দীপ্তি। এর ফলে ৫২ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো ট্রফি তোলে মহিলা ব্লু ব্রিগেডরা।
হরমনপ্রীতদের সঙ্গে বঞ্চনা-

২০২৪ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই দলকে বিসিসিআইয়ের পক্ষ থেকে ১২৫ কোটি টাকা পুরস্কার হিসাবে দেওয়া হয়। অন্যদিকে এই বছর মহিলা ওডিআই বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মান্ধানাদের মাত্র ৫১ টাকা পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখানেই শেষ নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর খোলা বাসে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) নিয়ে ভিক্ট্রি প্যারেড করা হয়। ম্যারিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দীর্ঘ শোভাযাত্রায় হাজার হাজার ভক্তদের উজ্জ্বল উপস্থিতি এখনও স্মরণীয় হয়ে আছে।
কিন্তু এখনও পর্যন্ত মহিলা বিশ্বকাপজয়ী দলকে নিয়ে কোনোরকম ভিক্ট্রি প্যারেড আয়োজন করেনি বিসিসিআই (BCCI)। ফলে হরমনপ্রীতরা (Harmanpreet Kaur) বৈষম্যের শিকার হচ্ছেন বলে ক্রিকেট ভক্তরা উল্লেখ করছেন। অন্যদিকে এই বছর আইপিএলে (IPL 2025) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) ট্রফি জয়ের উদযাপনের সময় পদপিষ্টের ঘটনা ঘটে। ভারতীয় মহিলা দলের বিপুল জনপ্রিয়তাকে মাথায় রেখে সম্ভবত ভিক্ট্রি প্যারেড করার কথা ভাবছেন না বিসিসিআই বলেই মনে করা হচ্ছে।