BCCI: বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে ভারতীয় দল। ১-১ ব্যাবধানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া বেশ খোশমেজাজে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল থেকে নিচে নেমে এসেছে। যে কারণেই এই ভারত ও ইংল্যান্ড সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তবে দলের হয়ে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণর (Prasiddh Krishna) উপর উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন | প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দির যাচ্ছেন বিরাট কোহলি, BCCI থেকে পেলেন অনুমতি !!
প্রসিদ্ধ কৃষ্ণ’কে নিয়ে চলছে চর্চা
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় পেশার দের মধ্যে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasiddh Krishna)। যদিও লম্বা কাঁধের এই বোলারটিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক করতে দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় A দল বেশ দুটি ম্যাচ খেলেছিল এবং তাদের মধ্যে একটি ম্যাচে হ্যাটট্রিক নিয়েছিলেন প্রসিদ্ধ। সেই সুবাদে জাতীয় দলের হয়ে দুই টেস্টে খেলার সুযোগ পান তিনি। তবে প্রদর্শন দেখাতেই একেবারেই ব্যর্থ হয়েছিলেন প্রসিদ্ধ। ২ টেস্টে ২ উইকেট নিতে সক্ষম হয়েছেন। যদিও তার ওভার গুলিতে ৪.৬৪’র ইকোনোমিতে রান বানিয়েছেন ব্যাটসম্যানরা, যা প্রকৃতপক্ষে খুবই খারাপ।
দলের হয়ে কামব্যাক করতে পারেন সুইং কিং
আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়েছেন কৃষ্ণা। তবে তার উপরে আস্থা রেখে বহু বড় ভুল করল বিসিসিআই (BCCI)। প্রসিদ্ধর জায়গায় বিসিসিআই ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) দলে সুযোগ দিয়ে ভুল শুধরে নিতে পারে। প্রসঙ্গত ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের জার্সিতে টেস্ট খেলেছিলেন ভুবনেশ্বর কুমার। ২১ টেস্টে ৬৩ উইকেট নেওয়া ভারতীয় এর পর ছ’বছর কোনও লাল বলের ক্রিকেট খেলেননি। ফিরলেন উত্তরপ্রদেশের হয়ে কানপুরে। আর সেই প্রত্যাবর্তনের ম্যাচে নিলেন ৮ উইকেট। যা তাঁর কেরিয়ারে প্রথম বার। ৪১ রান দিয়ে ৮ উইকেট নিলেন ভুবনেশ্বর। ভুবির প্রতি আস্থা দেখালে টিম ইন্ডিয়ার বিদেশের মাঠে পারফরমেন্স আরও উন্নত হবে।