ঘরোয়া ক্রিকেটকে যে আগামীতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছিলেন BCCI সচিব জয় শাহ (Jay Shah)। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাছেও বার্তা পাঠানো হয়েছিলো সুযোগ থাকলেই ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার জন্য। ঈশান কিষণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারের (Shryeas Iyer) মত তারকাকে রঞ্জি না খেলার জন্য শাস্তি দিতেও পিছপা হয় নি বোর্ড। বাতিল করা হয়েছিলো তাঁদের কেন্দ্রীয় চুক্তি। ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের অবস্থান থেকে এখনই যে সরছে না BCCI তা স্পষ্ট হলো গতকাল দলীপ ট্রফির (Duleep Trophy) দল সামনে আসার পর। এবার নব কলেবরে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভেবেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। থাকছে মোট চারটি দল। টেস্ট দলের নিয়মিত সদস্যদের মধ্যে অধিকাংশকেই রাখা হয়েছে দলীপ ট্রফির স্কোয়াডে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি (Duleep Trophy)। খেলা হবে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। ভারত-এ, ভারত-বি, ভারত-সি ও ভারত-ডি, এই চারটি দল গতকাল বেছে নিয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুভমান গিল (Shubman Gill), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (Rishabh Pant), রবীন্দ্র জাদেজাদের মত মহাতারকাদের দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের আঙিনায়। সেপ্টেম্বর থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে ভারতের। ঘরের মাঠে ৫টি ও বিদেশের মাঠে আরও ৫টি ম্যাচ রয়েছে। আসন্ন দলীপ ট্রফি (Duleep Trophy) সেই সিরিজগুলিতে সুযোগ পাওয়ার ‘অডিশন’ মঞ্চ হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। যা বাড়তি গুরুত্ব যোগ করেছে টুর্নামেন্টে।
Read More: গুজরাট টাইটান্সের এই খেলোয়াড়ের প্রেমে হাবুডুবু খেলেন প্রীতি জিন্টা, ফাঁস হলো অশ্লীল ভিডিও !!
তারকাখচিত দলের নেতৃত্বে শুভমান-
শ্রীলঙ্কা সফরের আগেই টিম ইন্ডিয়ার ওডিআই ও টি-২০ স্কোয়াডের নতুন সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিলো শুভমান গিলের (Shubman Gill) নাম। অধিনায়ক হিসেবে অদূর ভবিষ্যতে তিনিই যে BCCI-এর পছন্দ তা আকারে-ইঙ্গিতে বুঝিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকারও (Ajit Agarkar)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো নিশ্চয়তা এখনও দেওয়া না গেলেও নেতৃত্বের দৌড়ে রয়েছেন পাঞ্জাব তনয়। সেই ধারণাই স্পষ্ট হলো দলীপ ট্রফির দল সামনে আসার পর। ভারত-এ স্কোয়াডের নেতার দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিল’কে। কে এল রাহুলের (KL Rahul) অধিনায়ক হওয়ার স্বপ্ন যে বাস্তবায়িত হচ্ছে না একইসঙ্গে স্পষ্ট হলো তাও। প্রসঙ্গত গত বছর টেস্ট দলের সহ-অধিনায়কত্ব খুইয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। পরে ওডিআই-তে স্টপগ্যাপ নেতা হলেও আপাতত বোর্ডের পরিকল্পনাতে নেই তিনি।
শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারত-এ স্কোয়াডে কে এল রাহুল ছাড়াও রয়েছেন একঝাঁক তারকা ক্রিকেটার। অসমের রিয়ান পরাগ (Riyan Parag), কর্ণাটকের মায়াঙ্ক আগরওয়াল রয়েছেন। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে খেলা ধ্রুব জুড়েল, তিলক বর্মা, আবেশ খান, শিবম দুবেরাও রয়েছেন। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ (Akash Deep) ও খলিল আহমেদ থাকছেন শুভমানের দলে। বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, তনুষ কোটিয়ান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত’দের মত ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখদেরও দেখা যাবে এই টুর্নামেন্টে। দলীপ ট্রফি চলাকালীনই হয়ত ঘোষণা করা হবে বাংলাদেশ সিরিজের স্কোয়াড। BCCI-এর তরফে জানানো হয়েছে যে যাঁরা ভারতীয় দলে জায়গা পাবেন তাঁরা সরে দাঁড়াবেন টুর্নামেন্ট থেকে। ঘোষণা করা হবে বিকল্প খেলোয়াড়দের নাম।
এক নজরে ভারত-এ স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), কে এল রাহুল, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, আবেশ খান, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণা, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), শাশ্বত রাওয়াত।
এক নজরে চার দলের সম্পূর্ণ স্কোয়াড-
🚨 NEWS 🚨
Squads for first round of #DuleepTrophy 2024-25 announced
All The Details 🔽 @IDFCFIRSTBankhttps://t.co/EU0RDel975
— BCCI Domestic (@BCCIdomestic) August 14, 2024