পাকিস্তানের চাপে IPL নিয়মে বড় পরিবর্তন করছে BCCI, বিদেশী খেলোয়াড়দের করবে 'জামাই আদর' !! 1

সপ্তাহখানেকের জন্য বন্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। ভারত এবং পাকিস্তানের অন্ত দ্বন্ধের কারণে বন্ধ হয়েছে এই টুর্নামেন্ট। তবে চলতি আইপিএল নিয়ে তৈরি হয়েছে সমস্যা। সূত্রের খবর আইপিএলের বাঁকি ম্যাচগুলি খেলতে আসতে পারবে না বিদেশে খেলোয়াড়রা। যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে তাই আন্তর্জাতিক সময়সূচিতে মানিয়ে নিতে সমস্যায় পড়বে খেলোয়াড়রা। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বেশ সমস্যার সম্মুখীন হবেন। আগামী জুন মাসের ১১ তারিখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দুই দল চাইবে মেগা ফাইনালের আগে লাল বলে অনুশীলন সেরে নিতে। তবে আইপিএল সমাপ্ত হওয়ার পর দুই সপ্তাহেরও কম সময় পাবে দুই দল তাদের অনুশীলনের। যে কারণে ভারতে তাদের আশা নিয়ে রয়েছে সংশয়।

পাকিস্তানের জন্য ব্যাক ফুটে BCCI

ipl-2025-bcci-plan-to-evacuate-players
BCCI | Image: Twitter

চলতি আইপিএল (IPL 2025) শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছিল। কারণ বেশ কিছু খেলোয়াড় আইপিএলে নাম লেখানোর পরেও দলে সামিল হননা বা দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাখ্যান করে দেন। এই পরিস্থিতিতে বিসিসিআই তাদের জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছিল। যদি কোন খেলোয়াড় মেগা নিলামে নাম না দেয় তাহলে তাকে পরবর্তী মিনি নিলামেও অংশগ্রহণে বাধা দেওয়া হবে। তাছাড়া কোনো খেলোয়াড় যদি আইপিএলে দল পাওয়ার পরেও কোন কারণ ছাড়াই না খেলার সিদ্ধান্ত নেন তাহলেও তাকে বরখাস্ত করা হবে। এবারের আইপিএলে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) দিল্লি ক্যাপিটালস দলের অঙ্গ হয়েছিলেন। তবে তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। যার ফলে তাকেও আগামী মৌসুমের জন্য বরখাস্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

Read More: IPL 2025: ফিরতে রাজী নন অজি তারকারা, চাপ বাড়লো ফ্র্যাঞ্চাইজিদের উপর !!

বদলে যেতে পারে IPL-এই নিয়মাবলী

Ipl 2025
IPL 2025 | Image: Getty Images

সূত্রের দাবি আইপিএলের বাঁকি ম্যাচ খেলতে আসতে নারাজ বিদেশি খেলোয়াড়রা, যে কারণে নিয়ম লঙ্ঘন হতে পারে বোর্ডের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী বিদেশী খেলোয়াড়রা আইপিএল খেলতে আসতে যদি না চান তাহলে তাদেরকে ব্যান করা হবে। সেই অর্থে একাধিক খেলোয়াড়কে ব্যান করতে হতে পারে বিসিসিআইকে। আর এই সবকিছুর মূলে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের কারণেই বিসিসিআইয়ের অন্দরমহলে সমস্যা তৈরি হয়েছে। বাধ্য হয়ে বিসিসিআইকে নতুন পথ বেছে নিতে হবে। হয় বেন স্টোকস (Ben Stokes) বা হ্যারি ব্রুক (Harry Brook) সহ সমস্ত বিদেশি খেলোয়ারদের আবার পরের মৌসুমের জন্য ছাড়পত্র দিতে হবে। অথবা আইপিএল ২০২৫’ শুরু হলে যে সকল খেলোয়াড়রা না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ব্যান করতে হবে।

Read Also: IPL 2025: কপাল পুড়লো দিল্লির, প্লে অফের জন্য ১ পয়েন্ট কম হয়ে গেলো অক্ষর প্যাটেলদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *