আইপিএলের ধাঁচে এবার শুরু হবে লিজেন্ডস প্রিমিয়ার লীগ, সচিন-সৌরভ’দের আবেদন ফেলতে পারলো না BCCI !! 1

বিগত ১৭ বছর ধরে চলছে আইপিএল (IPL), আর ক্রিকেটের এই মেগা ইভেন্ট এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে ভারতীয় ক্রিকেটের লেজেন্ডরা আইপিএলের ধাঁচে এবার লেজেন্ডদের জন্য টি-২০ লিগ চালু করার জন্য বিসিসিআইয়ের (BCCI) কাছে আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহকে (Jay Shah) একটি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন। আর তারকা ক্রিকেটারদের কথা মতন সংক্ষিপ্ত একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

BCCI’এর কাছে আবেদন জানালেন প্রাক্তন ক্রিকেটাররা

BCCI, rahul dravid, virat kohli,ipl 2024, t20 wor
BCCI | Image: Getty Images

সম্প্রতি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলা হয়েছে। আর এই লীগ গুলি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতীয় ক্রিকেটের নব্বইয়ের দশকের হিরো সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag), যুবরাজ সিংদের (Yuvraj Singh) মতন তারকাদের দেখতে উপচে পরে জনগণের ভিড়। অবসর নেওয়া প্লেয়ারদের নিয়ে তৈরি হওয়া এই লিগগুলির জনপ্রিয়তাও নজরকাড়া। বিসিসিআই চাইছে কেন্দ্রীয় স্তরে এই লীগের আয়োজন করার, আর এই লিগে অংশ নিতে দেখা যাবে একাধিক কিংবদন্তি তারকাদের।

Read More: দলে ফিরছেন ঋদ্ধিমান সাহা, বাংলাদেশ টেস্টের আগেই এলো চমকপ্রদ ঘোষণা !!

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বোর্ডকর্তারা এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে বিসিসিআই আপাতত বড় কোনো প্লানিং করতে চাইছে না। ২ সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট সমাপ্ত করার চিন্তায় রয়েছে কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা এ বিষয়ে (নতুন টুর্নামেন্ট) প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি, যা বিবেচনা করা হচ্ছে। তবে এটি এখনও প্রাথমিক রয়েছে।” যদিও তিনি স্পষ্টত জানিয়ে দেন এবছর কোনোভাবেই এই লীগের আয়োজন করা সম্ভব নয়। মন্তব্য করে তিনি আরও বলেছেন, “এত তাড়াতাড়ি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। আগামী বছর এই টুর্নামেন্ট নিয়ে ভাবা হতে পারে, তবে টুর্নামেন্টটি সেইসব প্লেয়ারদের নিয়েই হবে যারা অবসর নিয়েছেন বা আইপিএলের কোনো অঙ্গ নন।

Read Also: ভক্তদের জন্য সুখবর, ২০২৮ সালের অলিম্পিক খেলবেন রোহিত-বিরাট, BCCI করলো নিশ্চিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *