BCCI থেকে ছাঁটাই হচ্ছে গৌতম গম্ভীরের, দিল্লি ক্যাপিটালসে হবেন যুক্ত !! 1

Gautam Gambhir: গতবছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গতবছর ৯ জুলাই প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম উল্লেখ করেছিলেন। ২০২৪ সালের জুলাই মাস থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। গম্ভীরের আমলে ভারতের ছোট ফরম্যাটের সূচনা বেশ ভালো হয়েছিল। শ্রীলংকাকে ঘরের মাটিতে ৩-০ ব্যাবধানে পরাস্ত করেছিল ভারত এবং তারপরেই ওডিআই সিরিজে ভারতকে ২-০ ব্যাবধানে পরাস্ত করেছিল শ্রীলংকা দল। গম্ভীর দায়িত্ব নেওয়ার ছ’মাসের ভিতরেই ভারতীয় ক্রিকেটে ঝড় উঠে গিয়েছে! একের পর এক ভরাডুবি! পরের পর ব্যর্থতার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলের প্রধান কোচকে।

অস্ট্রেলিয়া সিরিজ হারতেই গম্ভীরের উপর উঠেছে প্রশ্ন

Gautam Gambhir,sourav ganguly, ind vs aus
Gautam Gambhir | Image: Getty Images

মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানোর পরেই, গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে বাছাই করে নিয়েছিল ভারত নির্বাচক মন্ডলী। ২৭ ভারতকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল শ্রীলংকা। এরপর অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরেই শুরু ঐতিহাসিক লজ্জা! ভারতকে ভারতের মাটিতেই প্রথমবার তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে কোন দল। এমনকি দীর্ঘ ১২ বছর পর এটিই ছিল ভারতের ঘরের মাটিতে প্রথম টেস্ট সিরিজ হার। এমনকি দীর্ঘ ১০ বছর পর বর্ডার গাভাস্কার ট্রফিও খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-১ ব্যাবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি দখল করলো অস্ট্রেলিয়া। শেষ টেস্টে পরাজয়ের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে এর ফলে ভারতের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হ্যাটট্রিক সম্পন্ন করা হলো না এই প্রথমবার ভারতকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বতে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতীয় দলের এমন বিচ্ছিন্ন পারফরমেন্সের পর দলের প্রধান কোচ গৌতম গাম্ভীরকে ছাটাই এর কথা প্রকাশ্যে এনেছে নেটিজেনরা।

কোচিং স্টাফদের পরিবর্তনের প্রয়োজন

rishabh-to-succeed-rohit-as-captain, gambhir
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

এবার ভারতীয় দলের পারফর্মেন্স দেখে মেজাজ হারিয়েছেন দিল্লি কাপিটালস দলের মালিক পার্থ জিন্দাল। এক্সে তিনি লিখেছেন, “এটা নিয়ে কোন সন্দেহ নেই যে অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে। তবে ভারতের দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং প্রদর্শন কোনটাই ছাপ রাখতে পারেনি। নির্বাচন থেকে শুরু করে দলের কোচিং স্টাফদের সম্পর্কে এবার ভাবার সময় এসেছে। লাল বল এবং সাদা বলের কোচিং স্টাফদের আলাদা করতে হবে। খেলার অগ্রগতির সাথে সাথে তরুণ ক্রিকেটাররা সাদা বলকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। যে কারণে লাল বলের খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের পারফর্ম করার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউটিসি ফাইনালে যোগ্য দল হিসেবে খেলার জন্য় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে অভিনন্দন।

যদিও, ক্রিকবাজ সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দলকে দীর্ঘ সময় পর্যন্ত কোচিং করবেন গৌতম গাম্ভীর নিজেই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি আর এই চ্যাম্পিয়ন ট্রফির উপরেই ভারতবর্ষে সকলের নজর থাকবে গৌতম গম্ভীরের প্রদর্শনে।

Read Also: Gautam Gambhir: টিম ইন্ডিয়ার গোপন খবর হলো ফাঁস, গৌতম গম্ভীরের বদলে ইরফান পাঠান সামলাবেন হেড কোচের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *