চলতি ইংল্যান্ড সিরিজে কঠিন পরীক্ষার মুখে গৌতম গম্ভীর, সিরিজ হারলেই ছাঁটাই নিশ্চিত !! 1

চলতি ইংল্যান্ড সিরিজেই বড় পরীক্ষা হতে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছে। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে সাদা বলের ক্রিকেটের সফলতা পেলেও লাল বালের ক্রিকেটে সেভাবে সফলতা আসেনি গৌতম গম্ভীরের নেতৃত্বে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর ভারতীয় দলের তিন ফর্মাটেই কোচিং এর ভূমিকা পালন করছেন গৌতম গাম্ভীর। গৌতম গাম্ভীর হলেন ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ, তার নেতৃত্বে ঘরের মাঠেই দীর্ঘ ১২ বছর পর ভারতীয় দল টেস্ট ফরম্যাটে সিরিজ হেরেছে। চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের কথা বলতে গেলে এই সিরিজের টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। প্রথম টেস্টে জয়লাভ করেছিল ইংল্যান্ড, এরপর এজবাস্টনে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছিল ভারতীয় দল।

গম্ভীরের কোচিংয়ে টেস্ট দলে সফলতা আসছে না ভারতের

gillespie-steps-down-as-pak-test-coach, gautam gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

কিন্তু লর্ডসের মাটিতে তৃতীয় ম্যাচে আবার একবার পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ভারতীয় দলকে। লর্ডসে ভারত লড়াই চালালেও ভারতকে ২২ রানে ম্যাচটি হারতে হয়েছিল। এই সিরিজে বাঁকি রয়েছে আর ২টি ম্যাচ। আর এই ২ ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে গম্ভীরের জন্য। প্রসঙ্গত, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যাবধানে পরাজয়ের পর ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৩-১ ব্যাবধানে সিরিজ হেরেছিল। ভারতীয় দলের এই প্রদর্শনের পর গৌতম গম্ভীরের কোচিংয়ের উপর প্রশ্ন উঠেছিল। ভারতীয় দল সেভাবে সফলতা পায়নি গম্ভীর ভারতের কোচ হওয়ার পর। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারার পর কোচ গম্ভীরের টিকে থাকার বিষয়ে বেশ প্রশ্ন উঠেছিল।

Read More: অবসর ভেঙে মাঠে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকাকে জেতাবেন এই ট্রফি !!

গম্ভীরকে ছাঁটাই করবে বিসিসিআই

চলতি ইংল্যান্ড সিরিজে কঠিন পরীক্ষার মুখে গৌতম গম্ভীর, সিরিজ হারলেই ছাঁটাই নিশ্চিত !! 2
Gautam Gambhir and Ajit Agarkar | Image: Getty Images

সূত্রের দাবি ছিল গম্ভীরকে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পরেই ছাঁটাই করা হবে এবং তাঁর বদলে ভিভিএস লক্ষণকে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন করা হবে। তবে, বিসিসিআই গম্ভীরকে আরও সুযোগ দিতে আগ্রহ দেখিয়েছিল। ২০২৫’ সালের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারার পর টিম ইন্ডিয়া সাদা বলের ফরম্যাটে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিল। মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। প্রধান কোচ হিসেবে গম্ভীরের প্রথম আইসিসি ইভেন্টেই জয় এসেছিল ভারতের। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল ১৩টি টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র ৪টি টেস্টে। যে কারণেই, বিসিসিআই এবার টেস্ট দলের জন্য নতুন কোচের সন্ধান চালাচ্ছে। সূত্রের দাবি, গৌতম গম্ভীরের বদলে এবার নতুন প্রধান কোচ হিসেবে ভিভিএস লক্ষণকে (VVS Laxman) বিকল্প হিসেবে রেখে দিয়েছে। চলতি ইংল্যান্ড সিরিজ হারলে গম্ভীরকে ছাঁটাই করে ফেলবে বিসিসিআই।

Read Also: Gautam Gambhir: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *