বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৪-২৫ পর থেকেই ভারতীয় ক্রিকেটে অশান্তি শুরু হয়েছে। খেলোয়াড়, কোচ, এমনকি নির্বাচকদের উপরেও ক্ষুব্ধ হয়েছে বিসিসিআই। খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কোচিং প্যানেল পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিংয় কোচ টি দিলীপকে খুব শীঘ্রই ছাঁটাই করতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর অস্ট্রেলিয়াতে থাকাকালীন ড্রেসিংরুমের বিভিন্ন খবরা খবর লিক করছিলেন অভিষেক ও দিলীপ দুজনেই। তাছাড়া ভারতীয় দল তাদের নতুন ব্যাটিং কোচ সিতাংশু কোটাককে পেয়ে গিয়েছে। যার ফলে অভিষেককে দলে আর প্রয়োজন নেই বলেই মনে করছে বিসিসিআই। অন্যদিকে দলে রয়েছেন রিয়ান টেন ডেস্কটে যিনি সহকারী কোচ হওয়ার পাশাপাশি ফিল্ডিং কোচের ভূমিকাও পালন করেন। তাই দিলীপকে ও রাখতে চাইছে না বিসিসিআই। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
অজিতকে ছাঁটাই করবে BCCI

বিসিসিআই সূত্রের খবর কেবলমাত্র সরকারি কোচ কিংবা ফিল্ডিং কোচ নয় বরং বিসিসিআইয়ের নজরে রয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। ভারতীয় দলের মুখ্য নির্বাচক আগারকারকে ছাঁটাই করতে চলেছে বিসিসিআই। সূত্রের দাবি বর্ডার গাভাস্কার ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নিজের পছন্দের খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন অজিত। কোচ কিংবা ক্যাপ্টেনের কোন পরামর্শই নাকি শুনতে চাননি তিনি। এমনকি তার সহকারী কর্মীদের উপেক্ষা করেই পছন্দসায়ী দল গঠনে বিশ্বাস করেন অজিত। এবার বিসিসিআই অজিতকে উচিত শিক্ষা দিতে চলেছে।
Read More: চলতি আইপিএলে বড় খোলাসা, ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই কারণে ব্যান KKR মালিক শাহরুখ খান !!
অজিতের বাছাই করা দলে সাফল্য এসেছে ভারতের

ভারতীয় দলের মুখ্য নির্বাচক হিসেবে সফল অজিত আগারকার। তার নির্বাচন করা দল ২০২৩ সালে এশিয়া কাপ জয় করেছিল, তারপর সেই বছরেই ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। এমনকি অজিতের নির্বাচন করা দল আট মাসের মধ্যেই দুটি আইসিসি ট্রফি জয়লাভ করেছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে অতিরিক্ত স্পিনার খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল আগারকারের উপর। তবে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাড়বেডোজের মাটিতে কিস্তিমাত করেছিল। এরপর আবার ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অতিরিক্ত স্পিনার খেলানো নিয়েও অজিতের উপরে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। তবে দুবাইতে আবার একবার সমালোচকদের যোগ্য জবাব দিলেন অজিত। তার নির্বাচন করা দল আবার একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। তবে অজিতের কর্মকাণ্ডের খুশি নয় বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। জানা গিয়েছে অজিতের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) শীর্ষ কর্মকর্তারা, আর সেখানেই নির্ধারণ করা হবে অজিতের ভবিষ্যৎ।