শুভমান বা পন্থ নন, বরং এই 'অবাধ্য' খেলোয়াড়কে দলের ক্যাপ্টেন করছে BCCI !! 1

২০২৫ সালের আইপিএলের (IPL 2025) প্রত্যাবর্তনের প্রস্তুতি যখন দ্রুত গতিতে এগিয়ে আসছে, তখন বিসিসিআই (BCCI) তাদের পরবর্তী আন্তর্জাতিক খেলা নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। ভারত ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আপাতত ভারতীয় দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে মেতে উঠেছে। সদ্য ভারতীয় দলের টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার সাথে সাথে ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবে তা নিয়ে রয়েছে চর্চা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে, ইন্ডিয়া এ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

দলে এন্ট্রি নিচ্ছেন শ্রেয়স আইয়ার

ipl 2024, IND VS BAN, bcci
Shreyas Iyer | Image: Getty Images

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড সফরের জন্য ভারত এ দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। সূত্রের খবর, ইংল্যান্ড লায়ন্স বনাম ইন্ডিয়া এ সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে ১৩ মে। এই সফরে ইন্ডিয়া এ মোট তিনটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি ম্যাচ এবং সিনিয়র ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একটি (১৩-১৬ জুন) অনুষ্ঠিত হবে।

Read More: IND vs ENG: ইংল্যান্ড সফরের জন্য বড়ো চমক BCCI’এর, চেন্নাইয়ের এই তারকা দেবেন ভারতকে নেতৃত্ব !!

সূত্রের খবর অভিমন্যু ঈশ্বরণকে ভারত এ দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হতে পারে। অন্যদিকে, রোহিত শর্মার অবসরের পর ভারতীয় ক্রিকেট দলে নতুন অধিনায়ক কে হতে চলেছে তা নিয়ে রয়েছে সংশয়। তবে বিসিসিআইয়ের (BCCI) এক সূত্র জানিয়ে দিয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ভারতীয় দলে এন্ট্রি দেওয়া হবে। তবে, শ্রেয়সের ভাগ্য নির্ধারণ পুরোপুরি বিরাট কোহলির (Virat Kohli) উপর। সূত্রের দাবি, বিরাট কোহলি নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে কারণে ভারতীয় টেস্ট দলের হয়ে চারে ব্যাটিং করার জন্য শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাছাই করা হবে।

ক্যাপ্টেন হচ্ছেন শ্রেয়স আইয়ার

SHREYAS IYER, bcci
SHREYAS IYER | IMAGE : GETTY IMAGES

বিসিসিআই শ্রেয়াসকে ভারতীয় এ দলে সুযোগ দিতে পারে, আর শ্রেয়স ভারতীয় এ দলের হয়ে যেকটি ম্যাচ খেলবেন তিনিই নাকি দলের ক্যাপ্টেনসি করবেন।  আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ইন্ডিয়া এ দলে অভিমন্যু ঈশ্বরণ, তনুশ কোটিয়ান, বাবা ইন্দ্রজিৎ, আকাশ দীপ এবং করুণ নায়ারের মতো বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে সুযোগ দেওয়া হবে। সূত্রের দাবি ইংল্যান্ড সিরিজে কোনো খেলোয়াড় চোট পেলে ভারত এ দলের থেকেই খেলোয়াড়কে নির্বাচন করা হবে।

Read Also: জেল হেফাজতেই মৃত্যু ইমরান খানের? ভারত-পাক উত্তেজনার আবহে খবর ছড়ালো সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *