২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সামনের অস্ট্রেলিয়া সিরিজ থেকে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এই সিরিজে ভারতীয় দলের রূপরেখা বেশ খানিকটা বদলে গিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতীয় দলে নতুন মুখ দেখতে পাওয়া যাচ্ছে দায়িত্বে। রোহিত শর্মাকে (Rohit Sharma) ক্যাপ্টেনসি থেকে ছাঁটাই করা হয়েছে এবং তাঁর বদলে শুভমান গিলকে (Shubman Gill) দলের অধিনায়ক বানানো হয়েছে। ২০২৭’ এর বিশ্বকাপের আগে রোহিত শর্মার বদলে শুভমানকে অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বোর্ড ভবিষ্যতের পরিকল্পনায় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখছে না। দু’জনই দেশের হয়ে অগণিত রেকর্ড গড়েছেন, কিন্তু বয়স ও দলীয় ভারসাম্য বিবেচনা করে ক্রিকেট বোর্ড এখন তরুণ নেতৃত্ব ও নতুন রক্তে আস্থা রাখতে চাইছে।
ক্যাপ্টেনসি হারিয়েছেন রোহিত শর্মা

রোহিত শর্মা বর্তমানে ৩৮ বছরে (Rohit Sharma’s age) পা দিয়েছেন এবং বিরাট ৩৬ ‘এর কোটায় রয়েছেন। তাঁরা এই ফরম্যাটের কিংবদন্তি। তাদের অভিজ্ঞতা ২০২৭’ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে বেশ কার্যকর হবে। তবে, তাঁদের বয়সের উপর ভিত্তি করে, তাদের উপর দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে চায় না বিসিসিআই। গৌতম গম্ভীরের কোচিংয়ে (Coach Gautam Gambhir) ভারতীয় দলে অস্ট্রেলীয় ধাঁচের “রিবিল্ড কালচার” শুরু হয়েছে, যেখানে ফিটনেস, ইনটেনসিটি ও আধুনিক ক্রিকেট মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
বিশ্বকাপের আলোচনাতে নেই রোহিত ও বিরাট। প্রধান কোচ আগারকার জানিয়ে দিয়েছেন দুজনে নাকি ২০২৭’এর বিশ্বকাপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ নন। অজিত আগারকার বলেন, “বিশ্বকাপ (২০২৭) নিয়ে রোহিত এবং বিরাট দুজনেই কোনও প্রতিশ্রুতিবদ্ধ নন।” তিনি আরও বলেন, “তারা খেলার সেরা খেলোয়াড় এবং ভারতের হয়ে অসংখ্য রান করেছেন। আমরা কেবল আশা করি তারা যেন ভারতের হয়ে রান করা চালিয়ে যাবেন এবং দলে অবশ্যই তাঁরা লিডারশিপ গ্রুপের অংশ থাকবেন।” রোহিতকে ক্যাপ্টেনসি থেকে সরানোর কারণ হিসেবে আগারকার বলেছেন, “পরিকল্পনা এবং ধারাবাহিকতার দিক থেকে তিন ফরম্যাটের জন্য তিনজন আলাদা অধিনায়ক থাকা কার্যত অসম্ভব। এক পর্যায়ে, আপনাকে পরবর্তী বিশ্বকাপের দিকেও তাকাতে হবে।“
BCCI’এর নজরে নেই রোহিত-বিরাট

পাশাপশি রোহিত বা বিরাট দুজনকেই এই ফরম্যাটে দেখতে পাওয়া গেলেও বর্তমানে ওডিআই ক্রিকেটের (ODI Cricket) সংখ্যা অনেক কমে গিয়েছে। অজিতের দাবি, “একদিনের ক্রিকেট হলো এমন এক ফরম্যাট যেটি এখন সবথেকে কম খেলা হয়। তাই পরবর্তী অধিনায়ককে প্রস্তুতির জন্য সুযোগ দিতে হবে। আমরা বিশ্বকাপ থেকে দুই বছর দূরে আছি – এটা অনেক দীর্ঘ সময় বলে মনে হতে পারে, তবে এখন থেকে তার মধ্যে ওয়ানডে খেলার সংখ্যা সীমিত হবে।” সূত্রের দাবি, ধীরে ধীরে রোহিত ও বিরাটকে এই ফরম্যাট থেকেও বিদায় জানানো হতে পারে সম্মানের সঙ্গে। যদিও দুই তারকা ২০২৭’এর বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান।