BCCI'র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !! 1

BCCI: চলতি বছরে আর মাত্র বাঁকি রয়েছে কয়েকটা দিনের। তারপর ২০২৬’এ পা দিতে চলেছে বিশ্বব্যাপি মানুষজন। আর বছর শেষ হওয়ার সাথে সাথেই ২০২৫–২৬ মরসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা ভারতীয় ক্রিকেটে এক নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে চলেছে। বিসিসিআই (BCCI) এবার অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যতের দিকে আরও বেশি নজর দিতে চাইছে বলেই সূত্রের দাবি। যার ইঙ্গিত মিলছে সম্ভাব্য গ্রেড পরিবর্তনের খবরে। আগামী বছর থেকে বদলে যেতে চলেছে খেলোয়াড়দের পে স্কেল।

কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদলের পথে BCCI

Ipl 2026
BCCI | Image: Getty Images

BCCI’এর আসন্ন বার্ষিক চুক্তিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে চলেছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সম্ভাব্য গ্রেড অবনমন। ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ বর্তমানে টেস্ট ক্রিকেট খেলছেন না। বিসিসিআইয়ের (BCCI) নিয়ম অনুযায়ী, তিন ফরম্যাটে সক্রিয় না থাকলে A+ গ্রেড ধরে রাখা কঠিন। সেই কারণেই তাঁদের A গ্রেডে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা আবেগের দিক থেকে কঠিন হলেও নীতিগতভাবে যুক্তিসঙ্গত। রোহিত, বিরাট, বুমরাহ ও জাদেজাকে মূলত A+ ক্যাটাগরিতে দেখতে পাওয়া গিয়েছিল।তবে, এই প্রেক্ষাপটে উজ্জ্বল হয়ে উঠছেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের দায়িত্ব পালন করে তিনি বোর্ডের পূর্ণ আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি টেস্ট ও ওডিআই দলের অধিনায়কত্ব পালন করছেন।

Read More: খোলামেলা পোশাকে বড়দিন পালন হার্দিক-মাহিকার, সমাজ মাধ্যমে ভাইরাল ছবি !!

ভবিষ্যতের দল গঠনে তাঁকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখছে বিসিসিআই। আর সেই কারণেই A+ গ্রেডে উন্নীত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহর ক্ষেত্রেও বোর্ড বাস্তববাদী সিদ্ধান্ত নিতে চাইছে। রোহিত ও কোহলি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও জাদেজা এখনও দুই ফরম্যাটে উপলব্ধ। যে কারণে, শুভমানের পাশাপাশি জাদেজা ও বুমরাহকে A+ ক্যাটাগরিতে দেখতে পাওয়া যাবে বলেই ধারণা।

তরুণদের দিকে ঝুঁকছে BCCI

BCCI'র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !! 2
Harshit Rana and Arshdeep Singh | Image: Getty Images

মোহাম্মদ শামির দীর্ঘদিনের অনুপস্থিতি তাঁকে চুক্তির বাইরে চলে যেতে পারে। তিলক ভার্মা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল ও হর্ষিত রানার মতো ক্রিকেটাররা সাম্প্রতিক পারফরম্যান্সের জোরে বোর্ডের নজর কেড়েছেন। যে কারণে তাদের গ্রেড স্কেল বাড়তে পারে বলে সূত্রের ধারণা। বাড়তি দায়িত্ব পাওয়ার পর শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ও অক্ষর প্যাটেলকে A ক্যাটাগরিতে দেখতে পাওয়া যেতে পারে।

Read Also: “ভার মে যাও BDSK*#@”, হার্দিকের সঙ্গে ছবি তুলতে না পেরে মুখের ওপর কটুক্তি ভক্তের, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *