টিম ইন্ডিয়ার কোচিং চেয়ারে বদলের হাওয়া, গৌতম গম্ভীরের জায়গায় এন্ট্রি নিচ্ছেন লক্ষ্মণ !! 1

ভারতীয় ক্রিকেটে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার, টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে হটানো হচ্ছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তার অধীনে ভারতীয় দল ঘরের মাঠে ও ঘরের বাইরে সিরিজ জয় করেছে। এমনকি এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে ভারতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তবে রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের তিন ফরমেটের কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর। গৌতমের কোচিংয়ে অবশ্য ভারতীয় দলের সফলতা বিশেষ করে লাল বলে খুবই কম। গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল গত এক বছরে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে। তার পাশাপাশি অস্ট্রেলিয়ায়ও সিরিজ হেরেছে ভারত।

গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের টেস্টের হাল বেহাল

গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Twitter

কেবলমাত্র বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে ঘরে হারিয়েছে ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছিল ইংল্যান্ডে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল দুর্দান্ত ছন্দে রয়েছে। গৌতম গম্ভীরের কোচিংয়ে আর মাত্র দুই মাস বাদে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখতে পাওয়া যাবে। তবে টেস্ট ক্রিকেট নিয়ে রীতিমতন মাথাব্যথা শুরু হয়েছে বিসিসিআইয়ের। গৌতম গম্ভীরের জয়ের শতকরা কেবলমাত্র ৩৮ শতাংশ। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত তাদের পরবর্তী টেস্ট সিরিজ আগস্ট-সেপ্টেম্বরের দিকে খেলতে চলেছে। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এর আগেও একাধিকবার রাহুল দ্রাবিড় অনুপস্থিত থাকাকালীন তিনি দলের কোচিং সামলেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই আবারও তাঁর উপর ভরসা রাখছে বিসিসিআই।

Read More: “ভার মে যাও BDSK*#@”, হার্দিকের সঙ্গে ছবি তুলতে না পেরে মুখের ওপর কটুক্তি ভক্তের, ভিডিও ভাইরাল !!

নতুন কোচ হতে চলেছেন লক্ষণ

Gautam gambhir
VVS Laxman | Image: Getty Images

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, যদিও এই নিয়োগকে আপাতত অস্থায়ী হিসেবেই দেখা হচ্ছে, তবুও লক্ষ্মণের কোচিংয়ে দলের পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করবে বোর্ড। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত, এরপর ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ভারত। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা স্পষ্ট জানিয়েছেন, ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে কোচিং সংক্রান্ত কোনও ধরনের আলোচনা এখনও হয়নি। তাঁর কথায়, “আমরা লক্ষ্মণের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোনওভাবেই যোগাযোগ করিনি।” তিনি আরও জোর দিয়ে বলেন, “বর্তমানে গৌতম গম্ভীরের উপরই বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে। এই মুহূর্তে তাঁর দায়িত্ব বা ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি।

Read Also: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া, মাঠের মধ্যেই প্রাণ হারালেন তারকা কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *