ভাগ্যের চাকা ঘুরে গেল হার্দিক পান্ডিয়ার, টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে আবার দেবেন নেতৃত্ব !! 1

BCCI: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাঁকি রয়েছে। ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে। ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল অপরাজিত ভাবে টুর্নামেন্ট জয় করেছিল। ভারতীয় দল অবশ্যই চাইবে টুর্নামেন্টে শিরোপা জয় করে প্রথম দল হিসেবে তৃতীয় বারের জন্য এই ট্রফি জেতার। বিশ্ব কাপের আগে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ওপেনার ও সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ফর্ম নিয়ে। এশিয়া কাপের পর থেকে টি-টোয়েন্টিতে একটা বড় রান তাদের ব্যাটে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা বাড়ছে।

সূর্য-গিলের ফর্মই মাথা ব্যাথার কারণ BCCI’এর

সূর্যকুমার, bcci
Suryakumar Yadav and Shubman Gill | Image: Getty Images

এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব বদল দেখা যেতে পারে। ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। বিসিসিআইয়ের এক ঘনিষ্ট সূত্রের দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে। হার্দিক আগেও ভারতের হয়ে ক্যাপ্টেনসি করেছেন। ২০২৪’এর বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ভারতের ভাইস ক্যাপ্টেন ছিলেন। রোহিত শর্মার নেতৃত্বে শেষবার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তবে, রোহিত বিশ্বকাপের পর অবসর নিতেই দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার কাঁধে ওঠার কথা থাকলেও দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবের কাঁধে। বিসিসিআই (BCCI) নির্বাচকদের দাবি – হার্দিক পান্ডিয়া চোটের সঙ্গে বারবার লড়াই করেন যে কারণে ক্যাপ্টেন হিসাবে যোগ্য ব্যক্তিত্ব সূর্যকুমার যাদব।

Read More: অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব, টি২০ বিশ্বকাপের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল‌ BCCI !!

হার্দিক আইপিএলের মঞ্চেও ক্যাপ্টেনসি করেছেন। ২০২২ সালের আইপিএলে হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্স দলের হয়ে আইপিএল শিরোপা জয় করেছিলেন। এরপর ২০২৩’এর আইপিএলে হার্দিকের গুজরাট দ্বিতীয় বারের জন্য ফাইনালে পৌঁছেছিল। তবে সেবার সুপার কিংসের সামনে হারতে হয়েছিল গুজরাট দলকে। ভারতের অধিনায়ক হিসাবেও হার্দিক পান্ডিয়ার রেকর্ড বেশ ভালো। পান্ডিয়া, ১৬টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন যেখানে তিনি ১১টি ম্যাচে জয় পেয়েছেন এবং ৫টি ম্যাচে হেরেছে। বিসিসিআইয়ের (BCCI) এক আধিকারিক জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়া একজন মানসম্পন্ন খেলোয়াড়, তিনি আগেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে তিনি নেতৃত্বের দায়িত্বে থাকবেন।

READ ALSO: বাদ গিল-জিতেশ, ঈশান কিষাণের সঙ্গে ভারতের টি২০ বিশ্বকাপ দলে এন্ট্রি পেলেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *