IND vs AUS: সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজের ফলাফল এখনও দুই দল সমান সমানে রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতে ব্যার্থ হয়েছে। তার নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ পাঁচ ম্যাচে তিনটি পরাস্ত হয়েছে এবং দুটি অমীমাংসিত ভাবে সমাপ্ত হয়েছে। তারকা খেলোয়াড় রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে চর্চা দিনদিন বেড়েই চলেছে। এই প্রথম নয় আগেও, রোহিতের টেস্ট ক্যাপ্টেনসি নিয়ে সওয়াল উঠেছে। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে আগামী দুই ম্যাচেই জয় সুনিশ্চিত করতে হবে তাহলেই দলের কাছে সুযোগ থাকবে সরাসরি ফাইনালে পৌঁছানোর।
চতুর্থ টেস্টে বদলে যাবে দল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলকেই আগামী দুই ম্যাচে কিস্তিমাত করতে হবে, তাহলেই দুই দলের কাছে সুযোগ থাকবে আবার একবার মেগা ফাইনালে পৌঁছানোর। ভারতীয় দল আপাতত তৃতীয় টেস্টে পরাজয়ের মুখ থেকে বাঁচলেও ভারতকে আগামী দুই টেস্টে তাদের সেরা প্রদর্শন দেখাতে হবে। ভারতীয় দলের বোলাররা আপাতত ছন্দ খুঁজে পেয়েছেন, সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এই সিরিজে ২১টি উইকেট পেয়েছেন এবং তার সতীর্থ মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এখনও ১৩ উইকেট পেয়েছেন। দলের বোলাররা ছন্দে ফিরলেও দলের ব্যাটিং আক্রমণ নিয়ে এখনও চিন্তা রয়েছে শিবিরে। ক্যাপ্টেন রোহিত, সিনিয়র ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিলদের (Shubman Gill) ছন্দে দেখা যায়নি এখনও। প্রথম ম্যাচে বিরাট শতরান হাঁকালেও তাকে গত দুই ম্যাচে ছন্দ হীন দেখিয়েছে।
Read More: IND vs AUS: ধার বাড়ছে ভারতের পেস ব্যাটারির, মেলবোর্ন উড়ে যাচ্ছেন তারকা ক্রিকেটার !!
অজিঙ্কা রাহানের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে পরিবর্তন দেখা যেতে পারে। ভক্তদের মতে দলের ক্যাপ্টেনের প্রয়োজন করার প্রয়জন তাহলেই ভারত জিততে সক্ষম হবে। ভক্তদের মতে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) দলে ফিরিয়ে এনে তাকে দলের অধিনায়ক বানানো উচিত। এর আগে ভারত অস্ট্রেলিয়ায় রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় করেছে। তাই শেষ দুই টেস্টে দলের দায়িত্ব তার কাঁধেই তুলে দিতে চাইছে ভক্তরা। জানা গিয়েছে চতুর্থ টেস্টে দলে দেখা যাবে পরিবর্তন, দলে এন্ট্রি নেবেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দলের ব্যাটিং অর্ডারে দেখা যাবে পরিবর্তন, পাশাপশি শেষ দুই টেস্টে বোলারদের মধ্যেও পরিবর্তন দেখা যেতে পারে। মহম্মদ শামিকে (Mohammed Shami) ফিরতে দেখা যেতে পারে। যেভাবে তিনি ঘরোয়া ক্রিকেটে বোলিং করছেন তাতে তার দলে ফিরে আসাটা আবশ্যক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শেষ দুই ম্যাচের সম্ভব্য স্কোয়াড
অজিঙ্কা রাহানে (C), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, অভিমন্যু ঈশ্বরণ, কেএল রাহুল, ঋষভ পন্থ (WK), ধ্রুব জুড়েল (WK), রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, নীতিশ রেড্ডি, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, হার্ষিত রানা।