পঞ্চম টেস্ট থেকে পন্থ বাদ পড়তেই কপাল খুললো এই ২ তারকার, ভারতীয় দলে নিচ্ছেন সরাসরি এন্ট্রি !! 1

Team India: ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতে থাকা অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির চতুর্থ ম্যাচটি ম্যানচেস্টারে চলছে। এই ম্যাচকে ঘিরে ভারতীয় দলের ভাগ্য নির্ধারিত রয়েছে। দ্বিতীয় দিন খেলার শেষে টিম ইন্ডিয়াকে পুরোপুরি ভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইংল্যান্ড দল। প্রথমে ব্যাটিং করে ভারত ৩৫৮ রানে গুটিয়ে গিয়েছে যেখানে ইংল্যান্ড দল মাত্র ৪৬ ওভারেই ২ উইকেটে ২২৫ রান বানিয়ে ফেলেছে। এই সিরিজে আপাতত ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে, লিডস ও লর্ডসে হারতে হয়েছে ভারতকে। এবার ম্যানচেস্টারে ভারত যে জায়গায় রয়েছে সেখান থেকে এই টেস্টে তাদের জেতার সম্ভাবনা খুবই কম।

গুরুতর চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন পন্থ

Rishabh pant
Rishabh Pant | Image: Getty Images

চতুর্থ ম্যাচে বড় অঘটন ঘটেছিল ভারতীয় দলের খেলার ৬৮তম ইনিংসে। ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং বোলিং করছিলেন ক্রিস ওকস (Chris Woakes)। ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পন্থ। পায়ে বল লাগার সাথে সাথে তাঁর পা ফুলে যায় এবং চিড় ধরেছে। যে কারণে, পন্থের পক্ষে এই ম্যাচে কিপিং করা সম্ভব নয় এবং তিনি পঞ্চম টেস্ট থেকেও বাদ পড়বেন। লর্ডসেও আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ, লর্ডস টেস্টে ধ্রুব জুড়েল উইকেট কিপিং করেছিলেন। এরপর, এই টেস্টেও জুড়েলকে কিপিং করতে দেখতে পাওয়া যাচ্ছে।

Read More: শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ নয়, শ্রীলঙ্কার বিপক্ষেও বাদ ঋষভ পান্থ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

তবে পঞ্চম টেস্টের আগেই ভারতীয় দলে পরিবর্তন আসতে চলেছে। দুইজন খেলোয়াড়কে ইতিমধ্যেই বিসিসিআই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সূত্রের দাবি, ব্যাক আপ উইকেট কিপার হিসেবে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে স্কোয়াডে শামিল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে রান বানিয়ে আসছেন তিনি অবশেষে জাতীয় দলে (Team India) প্রথমবারের জন্য এই ইংল্যান্ড সফরে ডাক পেতে পারেন ২৯ বছর বয়সী এই তারকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে, ৪৭.৫ গড়ে ৩৩৭৩ রান বানিয়েছেন তিনি।

এই ২ তারকা নিচ্ছেন এন্ট্রি

Team india
Narayan Jagadeesan and Sarfaraz Khan | Image: Twitter

পাশাপাশি তরুণ তারকা ব্যাটসম্যান সারফরাজ খানকেও (Sarfaraz Khan) এই সিরিজের শেষ ম্যাচে অন্তর্ভুক্ত করতে চাইছে বিসিসিআই। সরফরাজ নিজের ফিটনেসের উপরে বেশ মনোযোগ দিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তিনি কার নতুন চেহারার ফটো আপলোড করেছেন যেখানে তাকে সম্পূর্ণ ফিট বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে সরফরাজকে দলে এন্ট্রি দিতে পারেন অজিত আগারকার। সরফরাজ মিডল অর্ডারের সমস্যা দূর করতে পারেন।

Read Also: Team India: পন্থের চোটে কপাল খুললো এই তারকা’র, দুই বছর পর ফিরছেন ভারতীয় স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *