বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার এসে পড়েছে ক্রিকেট অঙ্গনেও। আসন্ন আইপিএল ২০২৬ (IPL 2026) আসরের নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের একাংশে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ সমর্থক কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। এমনকি রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাদের অবস্থান স্পষ্ট করেছে।
মুস্তাফিজকে নিয়ে বাড়ছে উত্তেজনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে দ্বিতীয় মৌসুম থেকে পাকিস্তানি কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারেনা। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের জন্যই ভারতে খেলতে পারেনা পাকিস্তানি কোনো খেলোয়াড়। এবার পাকিস্তানের পর বাংলাদেশের ব্যাবহার নিয়ে বেশ ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়েছে ভক্তরা। এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের (BCCI) এক শীর্ষ কর্মকর্তা জানান, মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা নেই। তিনি বলেন, “বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। তাই একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল খেলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি।”
Read More: মাতাল হয়ে টলমল করছেন হার্দিকের গার্লফ্রেন্ড, উন্মুক্ত অন্তর্বাসের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
স্পষ্ট বার্তা দিলো BCCI

ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি সংবেদনশীল হওয়ায় বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নিয়মিতভাবে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তবে বর্তমান নিয়ম অনুযায়ী মুস্তাফিজুুুরের আইপিএল খেলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে মুস্তাফিজের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। কিছু উগ্র ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী তার আইপিএল খেলার বিরোধিতা করছে। এমনকি উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এক বিতর্কিত মন্তব্যে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দেন। তিনি হুমকিস্বরূপ মন্তব্য করেন, মুস্তাফিজ ভারতে এলে তাকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হবে না। যদিও, এখনও পর্যন্ত আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বাধা নেই বলেই জানিয়েছে বিসিসিআই।