Sanju Samson: সদ্য সমাপ্ত হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল। ষষ্ঠ বারের জন্য বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়া দল আজকে আবার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে।অজিদের (IND vs AUS) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নম্বর ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের (SuryakumarYadav) উপর। তবে এবার একবার বিসিসিআইয়ের প্রতারণার শিকার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতীয় দলের এই প্রভাবশালী ব্যাটসম্যান রিতিমতন দলে জায়গা পেতে হয়েছেন ব্যার্থ। এশিয়া কাপে রিজার্ভ উইকেট কিপার হিসাবে সুযোগ পেলেও কেএল রাহুল (KL Rahul) সুস্থ হয়ে উঠলেই সঞ্জুকে বাড়ি ফিরতে হয়।
আরও পড়ুন- IND vs AUS: বজায় থাকলো পুরোনো ঐতিহ্য, সূর্যকুমারের দলেও সুযোগ পেলেন না Sanju Samson !!
দেশ ছাড়তে চলেছেন সঞ্জু

বিশ্বকাপের স্কোয়াড থেকেও পড়েছিলেন বাদ। বারবার অবিচারের শিকার হয়েছেন সঞ্জু। শেষমেশ, দেশ ছাড়তে চলেছেন সঞ্জু স্যামসন (Sansu Samson)। অন্য দলের হয়ে খেলতে চলেছেন ম্যাচ। সঞ্জুকে লাগাতার সুযোগ না দেওয়া সম্পর্কে এক সাক্ষাৎকারে বিসিসিআই সূত্র দাবি করেছেন, সঞ্জু একজন ভালো মানের ক্রিকেটার। দীর্ঘদিন ধরে উনি দলে সুযোগ পাচ্ছেনা ঠিকই, তবে এখনো দরজা বন্ধ হয়ে যায়নি ওনার জন্য, উনি ভবিষ্যতে দলের নজরে রয়েছেন। পাশাপাশি সূত্রটি সঞ্জুকে তার ফিটনেসের উপর কাজ করার পরামর্শ দিয়েছে। সূত্রটি জানিয়েছে, “সঞ্জু একজন প্রতিভাবান ব্যাটসম্যান, ১০০ শতাংশ নয় বরং ২০০ শতাংশ সুযোগ রয়েছে তার দলে জায়গা করে নেওয়ার। তবে ওকে নিজের ফিটনেসের উপর কাজ করতে হবে। ভবিষ্যতের ম্যাচ গুলিতে ওকে নিয়ে অবশ্যই ভাববে বিসিসিআই।”
সঞ্জুর ক্রিকেট ক্যারিয়ার

এখনও পর্যন্ত আন্তর্জাতিক স্তরে সঞ্জু স্যামসন খেলেছেন ৩৬ টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ২৩টি টি-টোয়েন্টি এবং ১৩টি একদিনের ম্যাচ। ওডিআই ফরম্যাটে ৫ টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। টি টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি প্রভাব দেখাতে না পারলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি অর্ধশতরান হাকিয়েছিলেন তিনি। তার পরিবর্তে জাতীয় দলে জিতেশ শর্মাকে (Jitesh Sharma) সুযোগ দেওয়া হয়েছে। জিতেশ এর আগে এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। গত ২ বারের আইপিএলে তিনি দুরন্ত প্রদর্শন দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।