চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তবে এই দল নির্বাচন করতে গিয়ে বিরাট ভুল করে ফেলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফির নির্বাচনে বড় ভুল করে বসেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল নির্বাচনে এক বড় ম্যাচ উইনারকে উপেক্ষা করেছেন। ভক্তদের ধারণা রোহিত শর্মার দলে এই প্লেয়ার থাকলে খুব সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারতো ভারত।
এই খেলোয়াড়কে সুযোগ দিলেন না আগারকার-রোহিত
সেই খেলোয়াড় আর কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা (Tilak Varma)। আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের এই তরুণ তারকাকে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়াও, তিলক ভার্মা এই মুহূর্তে বেশ দারুন ফর্মে রয়েছেন এবং বোলাররা টি-টোয়েন্টি ক্রিকেটের মতো ফর্ম্যাটেও তাকে আউট করতে হিমশিম খাচ্ছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে শেষ ৪ ইনিংসে তিনি এখনও আউট হননি এবং সেগুলির মধ্যে তিনি ৩১৮ রান বানিয়ে ফেলেছেন। তার পরিস্থিতি বুঝে ব্যাটিং করার বেশ ক্ষমতা রয়েছে। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় প্রয়োজনে দ্রুত রান বানাতে পারেন আবার প্রয়োজনে পরিস্থিতি বুঝেও খেলতে সক্ষম।
Read More: ৬, ৬, ৪, ৪, ৬, ৬…রঞ্জিতে রাজত্ব KS ভরতের, ওপেন করতে নেমে করলেন দুরন্ত ত্রিশতরান !!
তবে তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি তিনি। যদিও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন হতে পারে বলে ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। যদি তিনি এভাবে প্রদর্শন করে থাকেন তাহলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলেও পেতে পারেন। শুধু তাই নয়, তিলক টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত যেকোনো জায়গায় ব্যাটিং করার ক্ষমতা রাখেন। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, বল হাতেও তিলক বেশ ভালো প্রদর্শন দেখাতে সক্ষম এবং তিনি গড়ে ওঠা বড় পার্টনারশিপ ভাঙতেও সক্ষম।
দুর্দান্ত ছন্দে রয়েছেন তিলক ভার্মা
ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি যেভাবে ব্যাটিং করছেন তাতে খুব শীঘ্রই তিনি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়ে উঠবেন। ভারতের জার্সিতে ২২ টি T20I ম্যাচে ৫৮.৯২ গড়ে এবং ১৫৬.০৮ স্ট্রাইক রেটে ৭০৭ রান বানিয়েছেন। সাথে দুইবার শতরান এবং তিনবার অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। তিলক ওডিআই ম্যাচও খেলেছেন। ভারতের জার্সিতে ৪ টি ওডিআই ম্যাচে তার আহামরি পারফরম্যান্স নেই। তবে তিনি ৪ ম্যাচে ২২.৬৭ গড়ে ও ৫৭.১৫ স্ট্রাইক রেটে ৬৮ রান বানিয়েছেন।