BCCI: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা এবং আবেগ। কিন্তু সেই আবেগ যদি সীমা ছাড়িয়ে যায়, তখন তা বিরক্তির জন্ম দেয়। এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে দেখতে পাওয়া গেল সেই দৃশ্য। গ্রুপ পর্যায় ও সুপার ফোরের মঞ্চে ভারত সহজেই পাকিস্তানকে পরাস্ত করেছিল। তবে, সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি দলের আচরণ ছিল একেবারে ন্যক্কারজনক। মাঠের ভিতর ভারত ও পাকিস্তানের লড়াই যতটা জমজমাট ছিল, মাঠের বাইরে তার প্রভাব আরও বেশি পড়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল ভারত। আর এই পরাজয়ের পর অশান্তি টপিরি হয়েছিল পাকিস্তানি শিবিরে। করমর্দন বিতর্ক নিয়ে তখন থেকেই আলোচনার ঝড় ওঠে। এমনকি, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে পাকিস্তানের বাঁকি ম্যাচগুলো থেকে সরানোর দাবিও ওঠে।
ন্যক্কারজনক সেলিব্রেশন করেছিলেন ফারহান

প্রসঙ্গত, গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketers) ম্যাচ জেতার পর পাকিস্তানি দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকার জানিয়েছিল। এবার, সেই রেশ টেনে এবার নতুন বিতর্কে জড়াল পাকিস্তানের দুই ক্রিকেটার—ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও পেসার হ্যারিস রউফ (Harris Rauf)। সুপার ফোরে ভারতের বিরুদ্ধে জোড়া জীবন পেয়ে অর্ধশতরান হাঁকিয়েছিলেন পাকিস্তানের ওপেনার ফারহান। আর হাফ সেঞ্চুরি হাঁকিয়েই ব্যাট কাঁধে তুলে তিনি ‘একে–৪৭’ বন্দুক চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেন। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাঁর এই সেলিব্রেশনটি ভালো চোখে দেখেনি। কারণ কয়েক মাস আগেই কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল, আর সেই ঘটনার সঙ্গেই মিলে যায় ফারহানের ভঙ্গি। বিসিসিআই এই সেলিব্রেশনকে ঘৃণ্য বলে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে।
Read More: IND vs WI: পন্থ-শ্রেয়স আউট, উইন্ডিজের বিরুদ্ধে গিল ব্রিগেডের মহারণ !!
শুধু ফারহান নন, হ্যারিস রউফও থেমে থাকেননি। তিনি ব্যাটসম্যানদের আউট করার পর কিংবা বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় বারবার যুদ্ধবিমানের ক্র্যাশ করার ভঙ্গি করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। আসলে পেহেলগাঁও হামলার পর ভারত পাল্টা আক্রমন করেছিল পাকিস্তানে যেটি ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। আর এই অভিযানের বিদ্রুপ ওড়াতেই রউফ বারবার নানান অঙ্গভঙ্গি করেছিলেন। বিসিসিআই রউফ ও ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ এনেছে। সূত্রের খবর, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফ্ট এই ঘটনা গুলো পর্যালোচনা করবে এবং ফারহান বা রউফ যদি দোষী প্রমাণিত হন, তবে তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে।
রউফ ও ফারহানের নামে অভিযোগ করলো BCCI

অন্যদিকে এই খবর সামনে আসতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ তুলে আইসিসিকে জানিয়েছে তারা। পাশাপশি, গতকাল বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালে উত্তীর্ণ হয়েছে টিম ইন্ডিয়া এরপর আজকে আবার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুপার ফোরের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচের বিজয়ী দল ভারতের বিরুদ্ধে আগামী রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ টি খেলবে।