ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দলের জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে এখনও সিরিজটি ২-২ ব্যবধানে শেষ করার জন্য আত্মবিশ্বাসী শুভমান গিল (Shubman Gill)। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় দলের পারফর্মেন্স বর্তমানে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। সিরিজ জুড়েই ভারতীয় ক্রিকেট দলের কোচেদের ভূমিকা খুব একটা প্রশংসনীয় নয়। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কৌশল ইংল্যান্ডের বিপক্ষে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তবে এই ব্যর্থতার পর প্রধান কোচের বদলে সহকারী দুই কোচদের নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই (BCCI)।
Read More: IND vs ENG: ম্যাঞ্চেস্টার ব্যর্থতার পর একাদশে রদবদল কোচ গম্ভীরের, ওভালে অভিষেক আর্শদীপ-অভিমন্যুর !!
শুরু ছাঁটাই পর্ব-

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটান তিনি। কিন্তু ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের সিরিজেও ব্লু ব্রিগেডরা ভালো ফলাফল করতে পারছে না। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিরিজ জয়ের স্বপ্ন শেষ করেছে শুভমান গিলের (Shubman Gill) দল। এর ফলে বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel) এবং সহকারী কোচ রায়্যান টেন দুশখ্যাতেকে (Rayan Ten Doeschate) এবার সরিয়ে দিতে চলেছে বিসিসিআই (BCCI)।
গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অনুরোধে বিসিসিআই (BCCI) এই দুই সদস্যকে ভারতীয় দলের সহকারি কোচ হিসেবে নিযুক্ত করে। কিন্তু বর্তমানে তাদের ভূমিকায় সন্তুষ্ট নন কর্মকর্তারা। মর্নে মর্কেল (Morne Morkel) কোনো বোলারদের উন্নতিতে সেইভাবে সাহায্য করতে পারেননি। রায়্যান টেন দুশখ্যাতের (Rayan Ten Doeschate) ভূমিকাও এখনও পর্যন্ত দলের জন্য আশানুরূপ ছিল না। ফলে সূত্র অনুযায়ী এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) পরে এবং অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই সহকারি কোচদের ছাঁটাই করতে চলেছে বিসিসিআই (BCCI)।
সিদ্ধান্তের সমালোচনা-

সূত্র অনুযায়ী প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভূমিকাও বর্তমানে বিসিসিআইয়ের আতশ কাচের তলায় রয়েছে। কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখনও পর্যন্ত না খেলানো সবচেয়ে বড়ো সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি থাকলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন বলে মনে করা হচ্ছে। ওল্ড ট্র্যাফোর্ডে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো স্পিনার সফল হয়েছেন।
এই বিষয়ে বিসিসিআইয়ের (BCCI) এক কর্মকর্তা জানান, “কোচেরা সব সময় একাদশে ভারসাম্যের কথা বলছেন। কিন্তু বিশ্বমানের রিস্ট স্পিনারকে একাদশের বাইরে রাখার ফলে ভয়াবহ পরিণতি হয়েছে।” উল্লেখ্য ভারতীয় বোলিং আক্রমণে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুজনেই এখনও পর্যন্ত ১৪ টি করে উইকেট তুলে নিয়ে দলকে ভরসা দিচ্ছেন।