আইপিএল (IPL 2025) সহ ঘরোয়া ক্রিকেট থেকে প্রতি বছর অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে আসার চেষ্টা করেন। কিন্তু জাতীয় দলে সকলে জায়গা করে নিতে পারেন না। সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখা গেছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভমান গিলের (Shubman Gill) ওপর। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে একাদশে সুযোগ পেয়েছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং অনশুল কাম্বোজের (Anshul Kamboj) মতো তরুণ তারকা। এবার এশিয়া কাপের (Asia Cup 2025) জন্যও নতুন করে দল সাজিয়ে চমক দিতে চলেছেন নির্বাচকরা। এই তারকা ব্যাটসম্যানকে ফিরিয়ে আনতে চলেছে বিসিসিআই (BCCI)।
Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!
ফিরছেন শ্রেয়স আইয়ার-

এই বছর ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের (Asia Cup 2025) মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ২০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এই বছরের এশিয়া কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিসিসিআই (BCCI)। ভারতীয় টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন জায়গা করে নিতে পারছেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি শেষ এই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।
তবে সাম্প্রতিক সময় আইপিএলের মঞ্চে বিধ্বংসী ফর্মে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু এর পরেও তাকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা দেননি প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে এবার সূত্র অনুযায়ী আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য নির্বাচকরা শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বেছে নিতে চলেছেন। তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
টেস্টও ফিরছেন শ্রেয়স-

এশিয়া কাপের (Asia Cup 2025) পর অক্টোবরে ভারতীয় দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ অংশগ্রহণ করবে। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারে তিন নম্বরে করুন নায়ার (Karun Nair) এবং সাই সুদর্শন (Sai Sudarshan) দুজনেই ব্যর্থ হয়েছেন। ফলে সূত্র অনুযায়ী এবার ভারতীয় টেস্ট দলে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ফিরেয়ে আনতে চলেছে বিসিসিআই (BCCI)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে তিনি জায়গা পাবেন বলে খবর সামনে এসেছে।
উল্লেখ্য গত বছর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতার নাইট রাইডার্স (KKR) আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। এরপর পাঞ্জাব কিংস এর অধিনায়ক হিসেবে এই বছর আইপিএলে নিজের অভিজ্ঞতার প্রমাণ দেন তিনি। এই বছর আইপিএলে শ্রেয়স ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন।