Ind vs aus
KL Rahul | Image: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করলেও এখনও ওডিও ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে এই বছর ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) সেরার শিরোপা ছিনিয়ে নেয়। কিন্তু তারপরও এই তারকা ব্যাটসম্যানকে একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে ওডিআই সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে এবার ঘরের মাঠে একদিনের সিরিজে মাঠে নামছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজে এবার কেএল রাহুলকে (KL Rahul) নেতৃত্ব দিতে দেখা যাবে। এই সিদ্ধান্ত ভুল হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ।

Read More: ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !!

নেতৃত্বের দায়িত্বে কেএল রাহুল-

কেএল রাহুলকে অধিনায়ক করে মূর্খতার পরিচয় দিল BCCI, দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজ‌ও হারবে দল !! 1
KL Rahul | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ওডিআই দল শুভমান গিলের নেতৃত্বে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়। তারপরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন একদিনের সিরিজে এই তারকা ব্যাটসম্যান নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু প্রোটিয়াদের (India vs South Africa Test Match) বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচে চোট পান এই তারকা। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন গিল।

এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে বর্তমানে চিকিৎসকদের পরামর্শের মধ্যে রাখা হয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে কেএল রাহুলকে বেছে নেওয়া হয়েছে। এর আগে দেশের হয়ে ১২ টি ওডিআই ম্যাচে রাহুলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে ৮ টি ম্যাচে জয়লাভ করেছে দল। এছাড়াও আইপিএলে (IPL) দীর্ঘদিন তার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।

ভুল সিদ্ধান্ত বিসিসিআইয়ের-

কেএল রাহুলকে অধিনায়ক করে মূর্খতার পরিচয় দিল BCCI, দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজ‌ও হারবে দল !! 2
KL Rahul | Image: Getty Images

কেল রাহুলকে (KL Rahul) ভারতীয় একদিনের দলের অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ২০২৭ ওডিআই বিশ্বকাপে (ODI WC 2027) শুভমান গিলকে সামনে রেখেই বিসিসিআই দল তৈরি করছেন। ফলে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কেএল রাহুলের নেতৃত্ব দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর ২০৩১ সালের বিশ্বকাপ ছয় বছর দূরে রয়েছে। তখন রাহুলের বয়স হবে ৩৯ বছর। ফলে সেই সময় নেতৃত্ব দেওয়ার মতো তার ফিটনেস থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন গিলের বদলে ঋষভ পান্থকে (Rishabh Pant) নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত ছিল। পান্থের বর্তমান বয়স ২৮ বছর। ফলে তার কাছে ভবিষ্যতে দীর্ঘদিনের জন্য অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। শুভমানের পরিবর্তে ঋষভ পান্থ বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। উল্লেখ্য এই তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে নিজের জায়গা করে নিয়েছেন। শেষ তাকে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর মাঠে নামতে দেখা গিয়েছিল।

Read Also: “তোমার কাজ ভক্তদের দূরে রাখা..”, নিরাপত্তারক্ষীর ওপর মেজাজ হারিয়ে সমালোচনায় শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *