এশিয়া কাপের (Asia Cup 2025) ইতিহাসে সবচেয়ে সফল দল হল ভারত। তারা এই বছরও টুর্নামেন্টে দাপটের সঙ্গে নিজেদের অবস্থান বজায় রেখেছিল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নতুন টি-টোয়েন্টি দল দুবাইয়ের মাটিতে রীতিমতো জ্বলে ওঠে। সম্প্রতি শেষ হওয়া টুর্নামেন্টে ৩ বার পাকিস্তানকে হারিয়েছে ব্লু ব্রিগেডরা (India vs Pakistan Match)। ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু ট্রফি এখনও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) নিজের কাছেই রেখে দিয়েছেন। এবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল বিসিসিআই (BCCI)।
Read More: এশিয়া কাপ শেষ হতেই দেশ ছাড়া হলেন এই খেলোয়াড়, পেলেন দেশদ্রোহীর তকমা !!
ট্রফি নিয়ে বিতর্ক-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগে থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিক সমস্যা রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত করে তুলেছিল। ফলে টুর্নামেন্টে যখন সূর্যকুমার যাদবরা পাক বাহিনীদের বিপক্ষে মাঠে নামে টসের সময় এবং ম্যাচ শেষে কোনোরকম সৌজন্যতা দেখাইনি। হ্যান্ডশেক না করায় তেরি হয়েছিল বিতর্ক। এর মধ্যেই এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন হয় তখন ব্লু ব্রিগেডরা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা মহসিন নকভির থেকে ট্রফি নেবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রফি এবং মেডেল নিয়ে নিজের হোটেলে ফিরে যান। তিনি জানান বিসিসিআই (BCCI) আগে থেকে এই বিষয়ে কিছুই জানায়নি। অন্যদিকে খালি হাতেই ট্রফি জয়ের উৎসবে মেতে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma), শুভমান গিলরা। এমনকি ছবিতে ট্রফির ইমোজি বসিয়ে মজা করেন ক্রিকেটাররা।
গ্ৰেফতার হবেন মহসিন নকভি-

এখনও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি হাতে না পাওয়ায় বিসিসিআই (BCCI) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এই বিষয়ে আয়োজিত এক বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Rajiv Shukla) স্পষ্ট জানিয়ে দেন যে ট্রফিটি মহসিন নকভির ব্যক্তিগত সম্পত্তি নয়। অন্যদিকে চাপের মুখে এসিসি চেয়ারম্যান বলেছেন দুবাইয়ের এসে সূর্যকুমার যাদবদের ট্রফিটি নিয়ে যেতে হবে।
এর মধ্যেই বিসিসিআই (BCCI) এবার সংযুক্ত আরব আমিরাতে মহসিন নকভির নামে এফআইআর করতে চলেছে বলে খবর সামনে এসেছে। ট্রফি চুরি এবং অবৈধ দখলের অভিযোগ আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ট্রফি নিয়ে তিনি যাতে পাকিস্তানে পালিয়ে যেতে না পারেন সেই বিষয়েও নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ের প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হলে নকভিকে ওই দেশের আইন অনুযায়ী জরিমানা সহ সর্বোচ্চ ১৪ বছরের জেল পর্যন্ত হতে পারে।