মুস্তাফিজুর রহমান বাদ পড়ার পরেই IPL লোগোর পর্দা ফাঁস, উন্মোচন হলো বড়ো রহস্য !! 1

আইপিএলে (IPL 2026) বিশ্বের অসংখ্য দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়। এইরকম সমৃদ্ধশালী এবং জনপ্রিয় টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজের আলাদা পরিচয় তৈরি করে থাকেন ক্রিকেটাররা। শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এই দেশের কোনো ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেন না। বিসিসিআই (BCCI) সম্পূর্ণরূপে বাবর আজমদের (Babar Azam) নিষিদ্ধ করেছে। অন্যদিকে এবার আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক উত্তাল হয়ে উঠেছে। এর মধ্যেই এবার আইপিএলের লোগো নিয়ে এল‌ গুরুত্বপূর্ণ তথ্য।

Read More: BCCI’এর সিদ্ধান্তে চুনা লাগল KKR’এর, খোয়া গেল কোটি কোটি টাকা !!

KKR থেকে বাদ মুস্তাফিজুর-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci
Mustafizur Rahman | Image: Twitter

প্রতি বছর আইপিএলে (IPL 2025) বাংলাদেশি ক্রিকেটাররা অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। সাকিব আল হাসান (Sakib Al Hasan), লিটন দাসদের (Litton Das) মতো তারকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা গেছে। এই বছর মিনি নিলামে নিজেদের বোলিং আক্রমণকে মজবুত করতে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য আগ্রহী ছিল। তারা ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে এই তারকাকে দলে নেয়।

এটা এখনও পর্যন্ত আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে মুস্তাফিজুর নাইট বাহিনীতে আসার পরেই বিতর্ক শুরু হয়। বাংলাদেশের মাটিতে থেকে বর্তমানে ভারত বিদ্বেষী বার্তা উঠে আসায় অনেকেই আইপিএল থেকে এই দেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলেছিলেন। ভারতীয় জনগণের আবেগকে সম্মান জানিয়ে বিসিসিআই (BCCI) গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বোর্ড।

লোগো নিয়েও শুরু বিতর্ক-

মুস্তাফিজুর রহমান বাদ পড়ার পরেই IPL লোগোর পর্দা ফাঁস, উন্মোচন হলো বড়ো রহস্য !! 2
Marshafe Bin Mortaza and IPL Logo | Image: Twitter

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এবার এই টুর্নামেন্টের লোগো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আসলে ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের লোগোটি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মর্তুজার (Mashrafe Bin Mortaza) থেকে অনুপ্রাণিত বলেই অনেকে মনে করেন। এই বিষয়ে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার (Aakash Chopra) মন্তব্য ভাইরাল হয়েছিল। তিনিও উল্লেখ করেছিলেন এই লোগোটি এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) বা বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) নয় বরং মাশরাফি বিন মর্তুজার থেকে অনুপ্রাণিত।

২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় দলের বিপক্ষে এই ভঙ্গিমায় ছক্কা হাঁকিয়েছিলেন বলেই উল্লেখ করেন অনেকে।‌ ফলে আইপিএলের লোগো পরিবর্তনের জন্যেও আ‌ওয়াজ তুলছেন এক শ্রেণীর ভক্তরা। তারা চাইছেন ভারতের এই টুর্নামেন্টে সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ না থাকুক। সূত্র অনুযায়ী চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের দীর্ঘদিনের এই লোগো ডিজাইন পরিবর্তন করার পথে হাঁটতে পারে।

Read Also: টি২০ বিশ্বকাপের জন্য ভারতে আসছে না টাইগাররা, মুস্তাফিজুরের ঘটনায় অপমানিত বাংলাদেশ বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *