চতুর্থ টেস্টের জন্য নতুন দল ঘোষণা করলো BCCI, ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন এই দুই তারকা !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় নতুন টেস্ট দলকে নিয়ে অনেকটাই উন্মাদনা কম ছিল ভক্তদের। কিন্তু বর্তমানে ইংল্যান্ডের মাটিতে সমর্থকদের আত্মবিশ্বাস ফিরিয়ে এসেছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ইতিমধ্যেই বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে ব্লু ব্রিগেডরা (IND vs ENG) নতুন অধ্যায় শুরু করেছে। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও টেস্ট সিরিজে জয় তুলে নিতে পারে ভারতীয় দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চতুর্থ টেস্টের আগে নতুন করে দল গোছানোর কাজে নেমে পড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বিসিসিআইয়ের (BCCI) সূত্র অনুযায়ী এই দুই তারকা নতুন করে দলে ডাক পাচ্ছেন।

চোটের কবলে ভারতীয় দল-

চতুর্থ টেস্টের জন্য নতুন দল ঘোষণা করলো BCCI, ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন এই দুই তারকা !! 2
Rishabh Pant | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) চলতি সিরিজের তৃতীয় ম্যাচের টানটান লড়াই টেস্টের ক্রিকেটের জনপ্রিয়তা আর‌ও বৃদ্ধি করেছে। লর্ডসের স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। এই ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে দুরন্ত লড়াই চালিয়ে গুরুত্বপূর্ণ ৭৪ রান সংগ্রহ করেছিলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। কিন্তু ম্যাচ চলাকালীন তিনি উইকেটকিপিং করার সময় আঙুলে গুরুতর চোট পান। তাকে বাকি সময় আর উইকেটকিপার হিসেবে দেখা যায়নি।

ম্যাচ শেষে পান্থের (Rishabh Pant) চোট নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। অন্যদিকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন আর্শদীপ সিং‌‌ (Arshdeep Singh)। এই তারকা পেসার সাই সুদর্শনের (Sai Sudarshan) মারা বল আটকাতে গিয়ে চোট পান। জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumra) ম্যাঞ্চেস্টার টেস্টে বিশ্রাম দেওয়া হলে আর্শদীপকে একাদশে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বর্তমানে এই চোট সমস্যা পিছনে ঠেলে দিয়েছে ব্লু ব্রিগেডদের।

দলে ফিরছেন রাহানে ও শামি-

চতুর্থ টেস্টের জন্য নতুন দল ঘোষণা করলো BCCI, ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন এই দুই তারকা !! 3
Ajinkya Rahane and Shami | Images: Getty Images

২৩ জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) চতুর্থ টেস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সিরিজে হারের সম্মুখীন হবেন শুভমান ‌গিলরা (Shubman Gill)। ফলে নতুন করে দল সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় টপ অর্ডারে করুন নায়ার (Karun Nair) ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখনও পর্যন্ত ৩ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ১৩১ রান। সূত্র অনুযায়ী টপ অর্ডারকে আরও শক্তিশালী করতে দলে নিয়ে আসা হচ্ছে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)।

এই অভিজ্ঞ ব্যাটসম্যান শেষবারর ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। এখনও পর্যন্ত রাহানে ৮৫ টেস্ট ম্যাচে ভারতের হয়ে সংগ্রহ করেছেন ৫০৭৭ রান‌। অন্যদিকে মহম্মদ শামি‌ও (Mohammed Shami) ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ভারতীয় দলে থাকবেন বলে জানা যাচ্ছে। চোট সমস্যার কারণে ইংল্যান্ডে সফরে ভারতীয় দলে তাকে রাখা হয়নি। তবে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে ইংল্যান্ড বিপক্ষে জ্বলে উঠতে পারেন এই তারকা। এখনও পর্যন্ত শামি ভারতের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচে ২২৯ টি উইকেট সংগ্রহ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *