bcci-law-had-been-stopping-ashwin-from-playing-other-leagues

গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। গতকাল কেরিয়ারের আরও একটি অধ্যায়ে ইতি টানলেন তিনি। আইপিএলে আর দেখা যাবে না তাঁকে, জানিয়েছেন অশ্বিন। আপাতত তাঁর ফোকাসে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লীগগুলি। ট্যুইটারে তিনি লিখেছেন, “একটি বিশেষ দিন তাই একটি বিশেষ সূচনা। বলা হয় প্রত্যেকটি সমাপ্তিই একটি করে নতুন সূচনার জন্ম দেয়, আইপিএল ক্রিকেটার হিসেবে আজ আমার সময় ফুরোলো। কিন্তু একজন অভিযাত্রী হিসেবে বিশ্বের বিভিন্ন লীগে আজ থেকে অভিযান শুরু হলো আমার। বিগত বছরগুলোতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যে অনবদ্য স্মৃতি ও সম্পর্কগুলি তৈরি হয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। আইপিএল ও বিসিসিআই আজ অবধি আমায় যা দিয়েছে তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আগামীকে উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছি।”

Read More: “ওদের এক্তিয়ারই নেই…” ভারতীয় ক্রিকেটে নাক গলাচ্ছেন বিদেশীরা? ক্ষোভ উগড়ে দিলেন গাওস্কর !!

বোর্ডের কারণে আটকে ছিলো বিদেশযাত্রা ?

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

একমাত্র আইপিএল ছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ভারতীয় ক্রিকেটারদের উপর। কেউ যদি খেলতে চান, সেক্ষেত্রে বিসিসিআই-এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাঁকে। অর্থাৎ ছাড়তে হবে ভারতে ঘরোয়া ক্রিকেট খেলার বাসনা। ভুলতে হবে দেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন’ও। সুযোগ মিলবে না আইপিএলেও। বোর্ডের কড়া নীতির ফলেই বিবিএল, সিপিএল বা দ্য হান্ড্রেডের মত টুর্নামেন্টে আজ অবধি দেখা যায় নি কোহলি বা রোহিতের মত সুপারস্টারদের। তবে আন্তর্জাতিক আঙিনা ও আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর অবশ্য বিদেশ পাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা থাকে না। অতীতে জিম্বাবুয়েতে টি-১০ লীগ খেলেছেন শ্রীশন্থ, উথাপ্পারা। গত বছর SA20-তে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চাইছেন রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)।

আগামী ডিসেম্বরে শুরু হতে চলেছে SA20 টুর্নামেন্ট। সিদ্ধার্থ কৌল, পীয়ূষ চাওলা, অঙ্কিত রাজপুত-সহ মোট ১৩ জন ভারতীয় ইতিমধ্যেই বিসিসিআই-এর সাথে সম্পর্ক ছিন্ন করে নাম লিখিয়েছেন SA20’র প্লেয়ার ড্রাফটে। প্রোটিয়া ফ্র্যাঞ্চাইজি লীগ দিয়েই বিদেশের মাঠে কেরিয়ারের নয়া অধ্যায়ের সূচনা করতে পারেন রবিচন্দ্রণ অশ্বিনও (Ravichandran Ashwin), ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। দীর্ঘ আইপিএল কেরিয়ারে চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালস, রাইজিং পুণে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালসের মত দলের হয়ে খেলেন তামিলনাড়ুর তারকা। SA20 লীগেও রয়েছে তাদের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। চেনা তারকাকে আরও একবার নিজেদের জার্সি পরাতে সচেষ্ট হতে পারে তারা। এছাড়াও আগামী মরসুমে আইএলটি-২০, সিপিএল-এর মত প্রতিযোগিতাতেও দেখা যেতে পারে তাঁকে। থাকছে বিভিন্ন ‘লেজেন্ডস’ টুর্নামেন্ট খেলার সম্ভাবনাও।

অবসরে অশ্বিন, দেখুন পোস্ট-

TNPL-ও খেলা হবে না অশ্বিনের-

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

৯.৭৫ কোটি টাকার বিনিময়ে গত মেগা অকশন থেকে অশ্বিনকে (Ravichandran Ashwin) দলে ফিরিয়েছিলো চেন্নাই সুপার কিংস। কিন্তু মাঠে নিজের সেরাটা মেলে ধরতে পারেন নি বছর ৩৮-এর তারকা। ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন তিনি। তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্যও ফ্র্যাঞ্চাইজির সাথে দূরত্ব বাড়িয়েছিলো অশ্বিনের। ২০২৬-এর আগে ট্রেডিং পদ্ধতিতে সরিয়ে দেওয়া হবে তাঁকে, ভাসছিলো গুঞ্জন। শেষমেশ অশ্বিন আইপিএল থেকে অবসর’ই নিয়ে নেওয়ায় জল্পনার আর কোনো অবকাশ অবশ্য রইলো না। তবে বিসিসিআই-এর সাথে সম্পর্ক ছিন্ন করে যদি বিদেশী ক্রিকেট লীগে নাম লেখাতে চান রবিচন্দ্রণ অশ্বিন, সেক্ষেত্রে তাঁর রাজ্য ক্রিকেট সংস্থা তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে একটি নো-অবজেকশক সার্টিফিকেট নিতে হবে তাঁকে। যার ফলে তামিলনাড়ু প্রিমিয়ার লীগে অংশ নেওয়ার সুযোগও হারাবেন তিনি।

Also Read: ৬,৬,৬,৬,৬,৬… ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শেফার্ডের বিরল কীর্তি, ১২ বলেই তুললেন ৬২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *