বিশ্বকাপের আগে ধারাবাহিকতা হারাচ্ছে টিম ইন্ডিয়া, প্রশ্নের মুখে BCCI-এর স্ট্র্যাটেজি !! 1

BCCI: বছরের শুরুতে শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে কে কেপটাউনের ময়দানে হারিয়ে বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করেছে টিম ইন্ডিয়া। এবার পালা আফগানিস্তান এবং ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার। ভারতের কাছে দুটি সিরিজই খুব গুরুত্বপূর্ণ, প্রথমত আফগানদের বিরুদ্ধে T20 সিরিজ বিচার করবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের গতিপথ এবং WTC’র পয়েন্ট তালিকায় শীর্ষ ২’এর ভিতর থাকতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জিততে হবে। তবে এই দুই বিশ্বকাপের আগে ধারাবাহিকতা হারাচ্ছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন | Team India: মসনদ থেকে সরছেন হার্দিক, টি-২০ বিশ্বকাপের জন্য অধিনায়ক বেছে নিলো BCCI !!

মূলত টিম ইন্ডিয়াকে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল। তবে আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে আবার একবার ট্রফির লড়াইয়ে ঝাপাতে হবে। আর অন্যদিকে টিম ইন্ডিয়ার মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে নাজেহাল হয়ে পড়লো। গতকাল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে T20 সিরিজেও লজ্জাজনক পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ৭ উইকেটে জিতেছে। এর সঙ্গে ভারতীয় দলও ১-২ ব্যবধানে সিরিজ হারল। এর আগে ওডিআই সিরিজে ভারতীয় দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়ান মহিলারা।

অজি’দের বিরুদ্ধে লজ্জাজনক পরিণতি হয়েছে টিম ইন্ডিয়ার

Team India, bcci
Team India | Image: Getty Images

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে পরাস্ত করে ভক্তদের মধ্যে নতুন আশা জুগিয়েছিল। তবে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই ভারতের বানানো ২৮২ রান তাড়া করতে এসে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া, ঘুরে দাঁড়ানোর ম্যাচে ২৫৮ রান তাড়া করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া এবং ২৫৫ রানেই শেষ হয় ভারতের ব্যাটিং। তৃতীয় ম্যাচে লজ্জাজনক ভাবে পরাজিত হয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৭ উইকেটে ৩৩৮। জবাবে ভারতের মহিলা দলের ইনিংস শেষ হয় ৩২.৪ ওভারে ১৪৮ রানে। এরপর T20 সিরিজে খাতা খোলে টিম ইন্ডিয়ার, অজিদের বানানো ১৪১ রান তাড়া করতে এসে ৯ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে আবার একবার পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় দল। ভারতীয় দলের এই পারফরমেন্সের পর প্রশ্নের মুখে পড়তে হলো BCCI কে।

আরও পড়ুন | ডিপ্রেশনের শিকার ঈশান কিষান, BCCI’এর নোংরা রাজনীতির ফলে পাচ্ছে না সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *