আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !! 1

BCCI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ছিল এক বিশেষ অধ্যায়ের সূচনা। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল তাদের নতুন রোডম্যাপ বানাতে ছিল ব্যস্ত। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফিরেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ায় দুই তারকা খেলোয়াড়ই রান পেয়েছিলেন। সিরিজের সেরা হয়েছিলেন রোহিত এবং শেষ ম্যাচে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় দুই কিংবদন্তি খেলোয়াড় দাপট দেখালেও বিসিসিআইয়ের মন এখনও জয় করতে পারেননি দুজনই। ২০২৭’এর বিশ্বকাপকে পাখির চোখ করতে গেলে বিসিইসিআইয়ের পরামর্শ মেনেই চলতে হবে দুই খেলোয়াড়কে।

BCCI’এর মন জিততে ব্যার্থ রো-কো জুটি

গম্ভীর,ভারত bcci
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বিসিসিআই (BCCI) রোহিত ও বিরাটকে স্পষ্ট জানিয়ে দিয়েছে – দলে টিকে থাকতে গেলে ঘরোয়া ক্রিকেটে অবশ্যই অংশ নিতে হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দুজনেই ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, চলতি বছর আইপিএল চলাকালীনই টেস্ট ফর্ম্যাট থেকেও সরে দাঁড়িয়েছিলেন দুজন। বোর্ড সূত্রের দাবি, টিম ম্যানেজমেন্ট ও মুখ্য নির্বাচক অজিত আগারকার ইতিমধ্যেই বিরাট ও রোহিতকে স্পস্ট জানিয়ে দিয়েছে যে – রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ওয়ান ডে দলে জায়গা ধরে রাখতে চান তাহলে তাদেরকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে, ম্যাচ ফিটনেস বজায় রাখা এখন তাঁদের জন্য অগ্রাধিকার।

Read More: মিনি নিলামে কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত KKR, একাধিক তারকাকে ছেড়ে দিচ্ছে নাইট বাহিনী !!

ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক রোহিত-কোহলির জন্য

Ind vs aus
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বিসিসিআইয়ের (BCCI) থেকে এই বার্তা পাওয়ার পরই, রোহিত শর্মা ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) কাছে ঘরোয়া ক্রিকেটে ফেরার বার্তা দিয়েছেন। সূত্রের দাবি, রোহিত ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে রাজি হয়েছেন। অন্যদিকে, বিরাট কোহলি তাঁর সিদ্ধান্ত এখনও জানাননি। তাকে আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওডিআই দলে দেখতে পাওয়া যাবে। বিজয় হাজারেতে মুম্বই দল ২৪ তারিখ থেকে খেলতে চলেছে। আগামী ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হতে চলেছে ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এই সিরিজটি রোহিত-কোহলির কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। অস্ট্রেলিয়ায় দুরন্ত ছন্দ দেখিয়েছিলেন দুজনেই, রোহিত একটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার কঠিন পরিস্থিতিতে। বিরাট প্রথম দুই ম্যাচে খাতা খুলতে ব্যার্থ হলেও শেষ ম্যাচে অনবদ্য ইনিংস খেলে তিনিও বুঝিয়ে দিলেন তিনি এখনও সেই লম্বা রেসের ঘোড়া হয়েই আছেন।

Read Also: মিনি নিলামের আগেই বড়ো ভুল নিতা আম্বানির, এই তারকাকে বাদ দিয়ে বিপদ বাড়াল মুম্বাই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *