অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ, বড় সিদ্ধান্ত BCCI’এর !! 1

IND vs PAK: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে ভারতের ক্রিকেটমহল। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবার ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে সংশয়, জানা গিয়েছে পহেলগাঁওয়ে হয়ে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন। গৌতম তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “মৃতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের শাস্তি পেতেই হবে। ভারত স্ট্রাইক ব্যাক করবে।” অন্যদিকে কংগ্রেস নেত্রী শামা মহম্মদ যিনি রোহিত শর্মাকে (Rohit Sharma) ‘আনফিট’ বলে খবরের শিরোনামে চলে এসেছিলেন তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে আলোচনা, বাণিজ্য, ক্রিকেট ও বিনোদন সবকিছুই বন্ধ করে দেওয়া উচিত।

Read More: “মাত্র তিন মাস থাকলে…” একমাত্র যুবরাজই পারেন অর্জুনকে বদলে দিতে, জানিয়ে দিলেন যোগরাজ সিং !!

বন্ধ হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ

Pakistan cricket team, ind vs Pak
IND vs PAK | Image: Getty Images

এই প্রেক্ষিতে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার কাছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি পুরো দায়িত্ব ঠেলে দিয়েছেন আইসিসি-র কোর্টে। এই পরিস্থিতিতে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। এই মর্মান্তিক ও জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকার যে সিদ্ধান্ত নেবে তার উপরেই আমাদের পূর্ণ সমর্থন করবো। আমরা ২০১২ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। ICC-র টুর্নামেন্টে আমাদের তাদের সঙ্গে খেলতে বাধ্য হতে হয়, তবে আইসিসি জানে কি ঘটেছে, তাই তাদেরও ঠিকঠাক ব্যাবস্থা নেওয়া উচিত।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করে বলেছেন, “এই শোকাবহ সময়ে গোটা ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি, সেই পরিবার গুলিকে গভীর সমবেদনা জানাই। এই নৃশংস সন্ত্রাসী হামলায় একাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন যার ফলে, ক্রিকেট বিশ্বেও শোকের ছায়া নেমে এসেছে।

বড় সিদ্বান্ত নিলো বিসিসিআই

BCCI
BCCI | Image: Getty Images

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান (IND vs PAK) দুই দেশের মধ্যে যেটুকু ক্রিকেট খেলা হয় সেটা আইসিসির প্রতিযোগিতায়। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর এবার আইসিসির ইভেন্ট যেমন বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির কাছে চিঠি দিয়ে আর্জি জানানো হবে, যেন আইসিসির কোনো ইভেন্টেই যেন ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা না হয়। পাশাপশি এশিয়া কাপেও যেন দুই দলকে একই গ্রুপে রাখা না হয় তার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিতে পারে বোর্ড।

Read Also: IND vs PAK: চিরতরে বন্ধ ভারত-পাক ক্রিকেট, পহলগাঁও হামলার পর পিসিবি’কে ‘ভাতে মারার’ ভাবনা বিসিসিআই-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *