চললো পাকিস্তানের দাদাগিরি, এশিয়া কাপ থেকে ভারতীয় দলকে ফেললো ছুঁড়ে !! 1

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক উত্তেজনা একাধিক বিষয়ের ওপর প্রভাব ফেলেছে। এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএস‌এল এবং ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছিল। ক্রিকেট মাঠে ভারত-পাক সম্পর্কের প্রভাব আরও সুদূরপ্রসারী হতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকার কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয় না। এবার পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার জন্য এশিয়া কাপ (Asia Cup) থেকে নাম তুলে নেওয়ার পথে হাঁটলো বিসিসিআই (BCCI)।

Read More: ভারতের নতুন এই টেস্ট অধিনায়কের নাম প্রকাশ শুধু সময়ের অপেক্ষা, জাতীয় নির্বাচকদের পছন্দে এগিয়ে তিনি !!

এশিয়া কাপ খেলবে না ভারত-

চললো পাকিস্তানের দাদাগিরি, এশিয়া কাপ থেকে ভারতীয় দলকে ফেললো ছুঁড়ে !! 2
IND vs PAK | Images: Getty Images

ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মধ্য দ্বিপাক্ষিক সিরিজ না হ‌ওয়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে যখন তারা একে অপরের মুখোমুখি হয় ম্যাচের উন্মাদনা অনেকটাই বেশি থাকে। অন্যদিকে সাম্প্রতিক সময় ভারতের কাশ্মীরে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র সামনে আসে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে এগিয়ে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক লড়াই এখনও চলছে‌। সব দিক থেকেই এই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে ভারত। ফলে এশিয়া কাপের (Asia Cup) মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইছে না বিসিসিআই‌ (BCCI)। উল্লেখ্য বর্তমানে এশিয়া ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। এছাড়াও ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্টগুলিতে একের ওপরের মুখোমুখি হতে চাইছে না বলে খবর সামনে এসেছে। তাই ইতিমধ্যেই আসন্ন এশিয়া কাপ (Asia Cup) থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছে বিসিসিআই।

ভারতীয় সরকারের পাশে বিসিসিআই-

চললো পাকিস্তানের দাদাগিরি, এশিয়া কাপ থেকে ভারতীয় দলকে ফেললো ছুঁড়ে !! 3
IND vs PAK | Images: Getty Images

এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, “ভারতীয় দল এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত এমন একটি টুর্নামেন্ট খেলবে না যার প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এটা সমস্ত দেশবাসীর ভাবনাচিন্তা। আসন্ন মহিলাদের উদীয়মান এশিয়া কাপ (Asia Cup) থেকে ভারতের নাম প্রত্যাহারের জন্য মৌখিকভাবে এসিসি-কে জানানো হয়েছে। ভবিষ্যতের টুর্নামেন্টগুলিতেও আমাদের অংশগ্রহণের বিষয়টি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আমরা সবসময় ভারত সরকারের সঙ্গে আলোচনা চলিয়ে যাচ্ছি।” উল্লেখ্য ভারত যদি আসন্ন এশিয়া কাপে (Asia Cup) অংশগ্রহণ না করে তাহলে এই টুর্নামেন্টের মান অনেকটাই কমে যাবে‌। ফলে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে ২০২৪ সালে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ১৭ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এশিয়া কাপের মিডিয়া স্বত্ব কিনে নেয়। কিন্তু এশিয়া কাপ (Asia Cup) না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়বে এশিয়া ক্রিকেট কাউন্সিল থেকে একাধিক ক্রিকেট বোর্ড। সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার এই চুক্তি বাতিল পর্যন্ত হতে পারে।

Read Also: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *